মহাসমারোহে পালিত হলো চীনের ঐতিহ্যবাহী লণ্ঠন উত্সব
2022-02-16 13:01:39

ফেব্রুয়ারি ১৬: লণ্ঠন উপভোগ, ধাঁধা সমাধান এবং ইউয়ান সিয়াও খাওয়ার মধ্য দিয়ে গতকাল (মঙ্গলবার) পালিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী লণ্ঠন উত্সব। এ উত্সবের মধ্য দিয়ে বসন্ত উত্সবের ছুটির অবসান ঘটলো।  বিভিন্ন স্থানে উত্সবের সমৃদ্ধ রীতিতে প্রতিফলিত হয়েছে মানুষের সুন্দর জীবনের প্রত্যাশা। চলুন, আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে আলাপ করা যাক।

 প্রতি বছরের লণ্ঠন উত্সবে শান তোং প্রদেশের তে চৌ শহরের উ ছেং জেলায় গ্রামবাসীদের  হুয়া কাং নৃত্য করার রীতি রয়েছে। রঙিন পোষাকে নৃত্য  স্থানীয়দের উত্সবকে করে তুলে আরো রঙিন।

 

হুয়া কাং নৃত্য অতীতকালে বৃষ্টি প্রার্থনানুষ্ঠান থেকে সৃষ্ট হয়। সময়ের গতিতে ধীরে ধীরে তা লোকজ নৃত্যে পরিণত হয়েছে। তার ৫০০ বছরের ইতিহাস রয়েছে। হুয়া কাং নৃত্যের উত্তরাধিকারধারী ছুই জেন চিয়াং বলেন, এ রীতিতে রয়েছে নতুন বছরে মানুষের সুন্দর জীবনের প্রত্যাশা।

তিনি বলেন,“এ পালক ডাস্টারের অর্থ খাদ্যশস্যের ফসল।  নিচে যে লাল কাপড় রয়েছে তার মানে লণ্ঠন। এ কাগজের ফুল মানে ফসল। নিচে যে পোষাক রয়েছে তার মানে সমৃদ্ধি, যাকে পাঁচমিটার লম্বা লাঠি দিয়ে তৈরি করা হয়”।‘বিশেষ করে রাতে এ ধরণের বাতির প্রদর্শনী দেখতে চমত্কার। যেখানে-সেখানে তাদের জ্বলতে দেখা যায়।

 

শুধু ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী নয়, আরও আছে এলইডি লাইট প্রদর্শনী। দেখতে অসাধারণ লাগে’।

 লণ্ঠন উপভোগ করা চীনের লণ্ঠন উত্সবের রীতি। চীনের হ্য নান প্রদেশের জেং চৌ শহরের গার্ডেন এক্সপোতে লাইট প্রদর্শনীতে হাইটেকের উপাদান এ রীতিকে আরও চমত্কার করে তুলেছে।  উজ্জ্বল চীনা ড্রাগন, টাইম টাইনেল দেখতে প্রযুক্তিময় এবং রোমান্টিক ফায়ারফ্লুপি করিডোরসহ নানা রঙিন লাইন উত্সবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গার্ডেন এক্সপ্রোর কর্মী লি শেং থিং বলেন,‘এ বছর আমাদের গার্ডেন এক্সপ্রোতে আছে অনেক হাইটেক উপাদান। লাইট ও সাউন্ড প্রযুক্তি লাইটিং ব্যবস্থায় যুক্ত হয়েছে। তাই আরও জ্বলজ্বল করছে।‘আমরা এ ধাঁধা একটু দেখি।  এ কবিতার লাইন- লুও ইয়াং’র আত্মীয় যদি জিজ্ঞেস করেন’  । এ লাইনে রয়েছে একটি শীত্কালীন অলিম্পিক গেমসের আইটেম’।

 ধাঁধা সমাধান করা লণ্ঠন উত্সবের ঐতিহ্যবাহী রীতি। লণ্ঠন উত্সবের প্রাক্কালে আন হুই থোং লিং শহরে ধাঁধা সমাধানের অনুষ্ঠান আয়োজিত হয়, যা শহরবাসীকে আকর্ষণ করে। শীত্কালীন অলিম্পিক ও ব্যাঘ্রবর্ষ সংশ্লিষ্ট ধাঁধা আরও জনপ্রিয়। শহরবাসী খ্য চি আং বলেন,‘লণ্ঠন উত্সবে ধাঁধা সমাধান অনুষ্ঠানে আমি মানুষের মেধা এবং চীনা জাতির সমৃদ্ধ সংস্কৃতি অনুভব করেছি। এ ঐতিহ্যবাহী পদ্ধতিতে উত্সব কাটালাম, আমার খুব মজা লেগেছে’।

‘চীনের লন্ঠন উত্সবের রাতে, চায়না মিডিয়া গ্রুপ ‘২০২২ সালের লণ্ঠন উত্সবের গালা’ প্রচার করেছে। এ গালায় বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস, চীনের মহাকাশযান, চীনের নারী ফুটবল দলসহ অনেক বিষয় তুলে ধরা হয়। প্রযুক্তি ও শিল্প, ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণের এ গালা সকল দর্শককে সাংস্কৃতিক আবহ প্রদান করেছে’।

(রুবি/এনাম/শিশির)