ফেব্রুয়ারি ১৬: একটি কাগজের তৈরি শিল্পকর্ম দিয়ে চীনের হ্যপেই প্রদেশের ইয়ু জেলার পেপার কাটিং শিল্পীরা সবাইকে বিস্মিত করেছে। ইয়ু জেলার পেপার কাটিং হলো চীনের জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক উত্তরাধিকার। চলুন, দেখা যাক বেইজিং শীতকালীন অলিম্পিক নিয়ে সেখানকার শিল্পীরা কী কী বানিয়েছেন।
(ইয়াং/এনাম/ছাই)