ফেব্রুয়ারি ১৬: বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সবাইকে বিস্মিত করেছে। তাতে চীনের চান্দ্র পঞ্জিকার ২৪টি কৃষি ঋতুর পরিচিতি থেকে অলিম্পিকের প্রতীক পাঁচটি রিংয়ের সাহায্যে নান্দনিক পরিবেশনা বিশ্ববাসীর নজর কেড়েছে। তাই অনেকেই জানতে চাচ্ছেন, এ অনুষ্ঠান কীভাবে তৈরী হয়েছে? এ প্রশ্নের উত্তরে আসছে ‘দ্য ডিরেক্টরস কাট বিহাইন্ড দ্য ওপেনিং সিরিমোনি’ ।
বেইজিং রেডিও ও টেলিভিশন স্টেশন এবং ডিস্কোভারির যৌথ উদ্যোগে তৈরী এ প্রামাণ্যচিত্র জানান দেবে উদ্বোধনী অনুষ্ঠান তৈরীর পেছনের অনেক গল্প।
(ইয়াং/এনাম/ছাই)