সবাইকে শুভেচ্ছা। তুষারের সাথে সাথে চীনের ঐতিহ্যবাহী লণ্ঠন উত্সব চলে এসেছে। চলতি বছরের লণ্ঠন উত্সব অন্য সময়ের তুলনায় শীতকালীন অলিম্পিক আয়োজনের কারণে এক বিশেষ আমেজে উদযাপিত হচ্ছে।
চীনের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসের পনেরো তারিখে পালিত হয় চীনের লণ্ঠন উত্সব। তা হলো বসন্ত উত্সবের পরে প্রথম গুরুত্বপূর্ণ উত্সব। প্রাচীনকালে তার নাম ছিল শাংইউয়ান উত্সব বা ইউয়ান সি উত্সব। এই রীতি শুরু হয় প্রায় ২০০০ বছর আগে, চীনের হান রাজবংশের সময়কালে।
অনেকের জানা মতে, সিল্ক, কাগজ বা গ্লাস দিয়ে বিভিন্ন আকার ও ডিজাইনের লণ্ঠন জ্বালানো হয় এবং বিভিন্ন স্বাদের ইউয়ান শিয়াও খাওয়া হয়। তা ছাড়া, লণ্ঠনের উপরে লেখা