চীনকে আরেকটি স্বর্ণপদক এনে দিয়েছেন স্যু মেং থাও
2022-02-15 16:14:31

ফেব্রুয়ারি ১৫: চীনের অ্যাথলেট স্যু মেং থাও বেইজিং শীত্কালীন নারী ফ্রিস্টাইল স্কিইং অ্যারিয়ালস ফাইলানে ১০৮.৬১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। খেলায় বেলারুশ ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়গণ যথাক্রমে  দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

 

স্যু মেং থাও-এর স্বর্ণপদক এবারের বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসে চীনা দলের জন্য পঞ্চম স্বর্ণপদক।  যার ফলে চীনা দলের স্বর্ণপদক ২০১০ সালের ভ্যাঙ্কুভার শীত্কালীন অলিম্পিক গেমসের সমান হয়েছে। একই সঙ্গে এ স্বর্ণপদক চীনের স্কিইং অ্যারিয়ালস দলের ১৬ বছর পর পাওয়া দ্বিতীয় স্বর্ণপদক।“আমি জয় করেছি। আমাদের জয় হয়েছে’। স্বর্ণপদক লাভ করার সঙ্গে সঙ্গে স্যু শেং থাও চিত্কার করে বলতে থাকেন। তাতে এ স্বর্ণপদকের তাত্পর্য্যের প্রতিফলন হয়েছে। চীনের নানা ক্রীড়া দলের মধ্যে স্কিইং অ্যারিয়ালস দল সবচেয়ে বেশি স্বর্ণপদক লাভ করেছে। প্রতিবারের শীত্কালীন অলিম্পিকে এ আইটেমে স্বর্ণপদক লাভের প্রত্যাশা রয়েছে। ২০০৬ সালে হান সিয়াও পেং পুরুষ স্কিইং অ্যারিয়ালস আইটেমে স্বর্ণপদক জয় করার ১৬ বছর পর, স্যু মেং থাও তার স্বপ্ন পূরণ করেছেন। তিনি এর আগে তিনবার শীত্কালীন অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন’।

 

স্বদেশে স্বপ্ন পূরণ করে ৩১ বছর বয়সী স্যু শেং থাও বলেন,‘এ স্বর্ণপদক আমার শৈশবের স্বপ্ন, এ মুহূর্তে এ স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। চীনা বরফ ও তুষার ক্রীড়া ও ফ্রিস্টাইল স্কিইং অ্যারিয়ালস আইটেমে পরিশ্রম চালানো সকলকে ধন্যবাদ জানাতে চাই। এর আগে আমাদের দল মাঝেমধ্যেই রৌপ্য পদক লাভ করেছে। আজ আমরা স্বদেশে ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছি। আমি খুব সুখী। সকলের প্রয়াস এবং পূর্বপুরুষদের প্রচেষ্টা ও সমর্থন ছাড়া আমি ভাগ্যবান হতাম না’।

 

এ স্বর্ণপদকের কারণে স্যু শেং থাও স্কিইং অ্যারিয়ালস আইটেমের গ্র্যান্ড স্লাম বিজয়ী হয়েছেন। তবে স্বর্ণপদকের আড়ালে রয়েছে  অনেক ব্যাথা ও ঘাম। ভ্যাঙ্কুভার শীত্কালীন অলিম্পিক গেমস চলাকালে তার ডান পায়ের গিলামেন্ট বিচ্ছিন্ন হয়ে যায়। সোচি শীত্কালীন অলিম্পিক গেমস চলাকালে তিনি মেরুদণ্ডে ব্যথা পান। পিয়োছাং শীত্কালীন অলিম্পিক গেমসের সময় তার বাম পায়ের গিলামেন্ট ছিড়ে যায়। ব্যথার কারণে প্রতিযোগিতায় ভুল হয়। ভুলের পর আরও ব্যথা সৃষ্টি হয়। বারবার ব্যর্থতা থেকে অভিজ্ঞ হন স্যু শেং থাও। তিনি সফলতার সূত্র খুঁজে পান। আর তা হলো: এমন একটি ক্রীড়ায় উদ্যমী চেতনার পাশাপাশি শক্তিশালী দেহও দরকার।

 

স্যু শেং থাও বলেন, মহামারির কারণে দেশের বাইরে প্রতিয়োগিতায় অংশ নিতে পারেননি তিনি। তবে চীনের জাতীয় শীত্কালীন প্রতিযোগিতায় দেহের শক্তি গঠনে অংশ নিয়েছেন। এটি তার জন্য বড় ভূমিকা পালন করেছে। তিনি বলেন,


‘এভাবে আমাদের দেহের শক্তি জোরদার হয়েছে। সে সময় আমার বয়স ৩০ বছর হলেও এই আইটেম ছেড়ে যাইনি আমি। ৩০০০ মিটার দৌড়ে আমার ১২ মিনিট ১৮ সেকেন্ড লেগেছে। ৬০০ জন প্রতিযোগীর মধ্যে আমি চতুর্থ হয়েছি। অনেক কষ্টকর ছিল এটি। তবে সে পদ্ধতিতে আমি নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছি’।

 

একটি সামগ্রিক ব্যবস্থা না থাকলে শক্তিশালী দেহ গঠন করা অসম্ভব। কোচদের উপযোগী প্রশিক্ষণের আয়োজন, দেহের শক্তি বাড়াতে কোচদের ভূমিকা এবং চিকিত্সক দলের প্রযুক্তিগত প্রশিক্ষণের পদ্ধতি স্যু মেং থাওকে গত চারবছরে শক্তিশালী করে গড়ে তুলেছে।

 স্যু শেং থাও’র বহুবছরের প্রতিজ্ঞা না থাকলে এবং চারটি শীত্কালীন অলিম্পিক গেমসের কষ্ট ও কঠিনতা কাটিয়ে না উঠতে পারলে এবারে স্বর্ণপদক জয় হতো না। এ প্রসঙ্গে তিনি বলেন,‘স্কিইং অ্যারিয়ালস আইটেমের প্রতি আমার ভালোবাসার কারণে আজ এ পর্যন্ত আমি আসতে পেরেছি। আমি শীত্কালীন অলিম্পিকের স্বপ্ন পূরণ করেছি। যখন আমার বয়স ৫ বছর, তখন থেকেই আমি একজন অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি। আমার সে স্বপ্ন পূরণের পিছনে রয়েছে আমার প্রিয় মাতৃভূমি’।

 

স্যু মেং থাও স্বর্ণপদক জয় করার সঙ্গে সঙ্গে অনেক দেশের খেলোয়াড় তাত্ক্ষণিতভাবে তাকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন। এ স্বর্ণপদক বিশ্বকে দেখিয়েছে, অলিম্পিকের চেতনা-‘আরও সুসংহত’-এর তাত্পর্য।


ফেব্রুয়ারি ১৫, ২০২২

চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি ওয়াং তান হোং রুবি