‘মাংস্টার যুবক’
2022-02-15 17:27:06

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুং ইয়া সুয়ান, ২০০৪ সালের ৪ মার্চ চীনের সানতুং প্রদেশের বিন চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও অভিনেতা। সংগীত ব্যান্ড Teens in Times-এর সদস্য।

 

বন্ধুরা, প্রথমে শুনুন সুং ইয়া সুয়ানের কণ্ঠে ‘বাকি গ্রীষ্মকাল’ গানটি। গানের কথাগুলো এমন: তোমার হাতে আমার আঁকা প্রজাপতি, কি উড়ে গেছে? সাদা মেঘ হলো নীল আকাশের ঘুড়ি। আহতের ভয় পাও না। সাহসের সঙ্গে স্বপ্নের দিকে দৌড়াও। মনে আছে, তোমার অপেক্ষা করি, হাতে তোমার জন্য ফুল। সবাই আমাকে দেখে হাসে। গ্রীষ্মকালের প্রেম, স্নাতকের দিন, বাকি সময়, সহজে বিদায় বলা যায় না।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন সুং ইয়া সুয়ানের কণ্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম ‘বিশ্বের আরেকটি আমি’। গানের কথাগুলো এমন: আমি অনুভব করি, তুমি যেন এই বিশ্বের আরেকটি আমি। জীবনের পরিবর্তন অনেক বেশি, কতজন আমার সঙ্গে এই বৃষ্টি থেমে যাওয়ার অপেক্ষা করতে পারে। অনেক বড় দুনিয়া, কে আমার কথা শুনবে। তবে শুধু তুমি, সবসময় আমার পাশে আছো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন সুং ইয়া সুয়ানের গান ‘প্রজাপতি’। গানের কথায় বলা হয়: আনন্দের সঙ্গে প্রজাপতি হয়। নতুন প্রজন্মের অনুরাগ। সুন্দর পৃথিবীতে নতুন স্বপ্ন খুঁজি। কে প্রেম নিয়ন্ত্রণ করে। তোমার হাসি, তোমার অশ্রু, তোমার সব কিছু, যেন আমার বাইবেল। আমার খুশি, আমার দুঃখ, আমার জীবন, সব তোমার হাতে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সুং ইয়া সুয়ানের গান ‘মাংস্টার যুবক’। গানের কথাগুলো এমন: অনেক সময় দিয়ে অনেক জায়গায় গিয়েছি। অনেক মানুষকে দেখেছি। তারা তুমি নয়, আমি শুধু তোমাকে চাই, তোমাকে খুঁজি। তুমি একজন মাংস্টার- অনেক লজ্জিত। আমি কীভাবে তোমাকে খুঁজি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সুং ইয়া সুয়ানের আরেকটি গান, গানের নাম ‘আমাকে একটি চুমু দাও’। গানের কথায় বলা হয়, আমাকে একটি চুমু দাও, কেমন। আমার মুখে একটি চুমু দাও, ভালোবাসার চিহ্ন রেখে দাও। আমাকে একটি চুমু দাও, কেমন। আমার হৃদয়ে চুমু দাও, আমি তোমায় মিস করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুং ইয়া সুয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)