সুন ইউয়ে
2022-02-14 15:00:16

সুন ইউয়ে ১৯৭২ সালের ২৯ জুন হেই লোং চিয়াং প্রদেশের রাজধানী হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়িকা এবং অভিনেত্রী। ১৯৯২ সালে তিনি সিসিটিভি’র পঞ্চম তরুণ গায়ক টিভি প্রতিযোগিতায় পপ গ্রুপের ব্রঞ্জপদক জিতে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৪ সালে তিনি একক গান   ‘তোমার জন্য শুভ কামনা’ প্রকাশ করেন এবং চায়না ন্যাশনাল রেডিও, সিএনআর’-এর বার্ষিক দশটি গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস জিতেন।

 

১৯৯৫ সালে সুন ইউয়ে প্রথম একক অ্যালবাম ‘ভাল মেজাজ’ প্রকাশ করেন এবং সিসিটিভি’র চমত্কার গোল্ড চার্ট টেপ পুরস্কার জিতেন। ১৯৯৮ সালে তিনি সিএনআর’র ৯৭-৯৮ বার্ষিক সেরা জনপ্রিয় গায়ক পুরস্কার জিতেন। অ্যালবামের শিরোনাম সংগীত ‘ভাল মেজাজ’ তাঁর সেই ‘তোমার জন্য শুভ কামনা’ গানের পর আরেকটি খুবই জনপ্রিয় ও প্রতিনিধিত্বমূলক গান। 

 

২০০১ সালে সুন ইউয়ে ‘আমার হৃদয় উড়ছে’ গানটি দিয়ে বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসের তৃতীয় প্রান্তিকে দশটি শীর্ষ গান পুরস্কার জিতেন। ২০০৮ সালে যখন বেইজিং অলিম্পিক গেমস আয়োজিত হয়, তিনি মশালবাহক হিসেবে টর্চ রিলেতে অংশ নেন। এ ছাড়া, ২০১০ সালে তিনি এশিয়ান প্যারা গেমসের থিম সং গান। 

 

১৯৯৬ সালে সুন ইউয়ে সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় পরিবেশন করেন। তারপর তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে তিনটি বৃহত্ সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া, তিনি পর পর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি অনেক থিম সংও গান। একই বছরের নভেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম ‘অংশীদার’ প্রকাশ করেন। 

 

১৯৯১ সালের জানুয়ারি মাসে তিনি একটি নৃত্য সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম ‘সুখ হ্যান্ডবুক’।  গানটি দক্ষিণ কোরিয়ার একটি সঙ্গীতদলের ‘বাবাবা’ নামক গানের কভার সংস্করণ এবং একটি কার্টুনের থিম সং। খুবই দ্রুত গতির গান। 

 

২০০০ সালের জানুয়ারি মাসে সুন ইউয়ে দক্ষিণ কোরিয়ার প্রচার দূত নির্বাচিত হন। পাশাপাশি, তিনি “কী করে সুখী হব” নামক অ্যালবাম প্রকাশ করেন। কী করে সুখী হব? 

 

(প্রেমা/এনাম)