ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাধারণ মানুষের জীবনে এখন চলছে উৎসবের আমেজ। চীনের নববর্ষ বা বসন্ত উৎসবের শেষ দিনে অনুষ্ঠেয় লণ্ঠন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত চীনারা।
চীনের ঐতিহ্যবাহী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী প্রথম চান্দ্র মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হয় লণ্ঠন উৎসব। এ বছর এটি উদযাপিত হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। পূর্ণিমায় লণ্ঠন উৎসবে পূর্ণ চন্দ্র আর লণ্ঠনের শোভা একাকার হয়ে যায়।
লণ্ঠন উৎসবকে ইউয়ানসিয়াও চিয়ে বলা হয়। এর আরও কয়েকটি নাম রয়েছে।এসময় পূর্ণিমা রাতে লাল রঙের বিশেষ ধরনের চীনা লণ্ঠন দিয়ে সাজানো হয় বাড়ি এবং সড়ক, রাজপথ।
এই উৎসবের প্রস্তুতিতে চীন জুড়ে এখন শোভা পাচ্ছে অসংখ্য লাল লণ্ঠন।
কাগজ দিয়ে ঐতিহ্যবাহী রীতিতে বিভিন্ন আকারের লণ্ঠন যেমন দেখা যাচ্ছে তেমনি এলইডি লাইট ও লেজার রশ্মির আলোক সজ্জাও দৃষ্টিনন্দন করে তুলেছে শহরের বিভিন্ন উন্মুক্ত স্থান ও ভবন।
লণ্ঠন উৎসবের ঐতিহ্য চীনে দু’হাজার বছরের। লোকজ রীতিতে লণ্ঠন উৎসবের সঙ্গেই শেষ হয় নববর্ষের পক্ষকালীন উদযাপন।
শান্তা/হাশিম
ছবি: সিএফপি