রোববারের আলাপন-বেইজিং অলিম্পিকে গতি স্ক্যাটিংয়ে প্রথম স্বর্ণ জিতলো চীন
2022-02-13 06:36:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু এনাম ও আকাশ। 


বন্ধুরা, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের বিভিন্ন প্রতিযোগিতা এখন চলছে। আমরা আজ প্রথমে এ বিষয়ে আপনাদের সাথে আলাপ করব, কেমন?


গত ৫ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ক্রীড়া স্টেডিয়ামে চীনের স্বল্প-পথ গতি স্ক্যাটিং দল এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে চীনের জন্য প্রথম স্বর্ণপদক অর্জন করেছে। দুই মিনিট ৩৭ সেকেন্ডের ভাল রেকর্ড নিয়ে চীনের এই দল দেশের জন্য প্রথম স্বর্ণপদক অর্জন করেছে। 


খেলা শেষে, চীনা খেলোয়াড় ফান খে সিন বলেন, “অবশেষে আমরা তা বাস্তবায়ন করেছি! প্রথম স্বর্ণপদক , আমরা তা পেরেছি! পরবর্তী প্রতিযোগিতায় আমরা আরো ভাল করব!”


চীনা দলের আরেকজন খেলোয়াড় উ তা চিং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন,  “ গত চার বছর অনেক কঠিন ছিল, তবে আমি হাল ছাড়িনি।  কোচরাও হাল ছাড়েননি, এবং আমার দলের অন্য সদস্যরাও হাল ছাড়েননি। দলও আমাকে ছেড়ে যায়নি। আমরা পুরো পথজুড়ে পরস্পরকে সমর্থন দিয়ে এসেছি।”


এনাম ভাই, তার কথাগুলো শুনে আমি অনেক মুগ্ধ। বিশ্বের শীর্ষ স্থানে আসতে তারা অনেক পথ পাড়ি দিয়েছেন, মোকাবিলা করেছেন অনেক কঠিন সময়কে। তবে তারা কখনোই হাল ছেড়ে দেননি। তাদের এই অলিম্পিক চেতনা সবসময় আমাকে উত্সাহিত করতে থাকে।