গত ১৮ ও ১৯ জানুয়ারি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভীষণ ঠান্ডা আবহাওয়ায় বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতিযোগিতার এলাকা হাই দিয়ান, ইয়ান ছিং ও চাং চিয়া খৌ পরিদর্শন করেন। তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন। এই নিয়ে চতুর্থবার শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিকাজ পরিদর্শন করেন প্রেসিডেন্ট সি।
দীর্ঘসময় ধরে প্রেসিডেন্ট সি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন এবং চীনে তুষার ও বরফ খেলার উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দিয়ে আসছেন। আজ আপনাদের কাছে শেয়ার করবো সি চিন পিং এবং চীনের তুষার ও বরফ খেলার মনোমুগ্ধকর গল্প।
বাল্যকাল থেকে সি চিন পিং তুষার ও বরফ খেলা পছন্দ করেন। ২০১৪ সালে তিনি বেইজিং নান লুও কু সিয়াং পরিদর্শনকালে ছোটবেলায় কাছাকাছি বসবাসের এলাকার কথা স্মরণ কর বলেন, স্কুল শেষে তিনি কাছাকাছি স্কি মাঠে যেতে পছন্দ করতেন। তখন স্কি করার এত ভালো অবস্থা ছিল না, সি চিন পিং এবং তাঁর ছোট ভাই স্কি করতে পছন্দ করতেন। তবে শুধু একটি স্কি জুতা কেনার টাকা ছিল। তাই তিনি স্কি জুতা কেনার সুযোগ ছোট ভাইকে দিয়েছিলেন।
প্রেসিডেন্ট সি’র মতে, তুষার ও বরফ খেলা কঠিন, দেখতে সুন্দর, মানুষের আনন্দ বেশি হয়। তুষার ও বরফ খেলার মধ্যে তিনি আইস হোকি, স্পিড স্কেটিং, ফিগার স্কেটিং দেখতে পছন্দ করেন। তিনি আলপাইন স্কিইংকে ‘সাহসীদের খেলা’ হিসেবে প্রশংসা করেন। বিশেষ করে আইস হকি, তিনি বলেন, এতে ব্যক্তিগত শক্তি ও কৌশল লাগে, আরো লাগে টিম ওয়ার্ক। এটি খুব ভালো একটি খেলা।
২০১৫ সালের ৩১ জুলাই, মালয়েশিয়ার কুয়ালালামপুরে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আবেদন দলের চূড়ান্ত ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, আমি চীন সরকার ও জনগণের পক্ষ থেকে, উপস্থিতি সব বন্ধুকে ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে বেইজিংকে সমর্থন জানাচ্ছি। চীনা জনগণ এই সুযোগের অপেক্ষা করে। আমি বিশ্বাস করি, চীনা জনগণ নিশ্চয় বিশ্বকে একটি চমত্কার, অসাধারণ ও শ্রেষ্ঠ মানের শীতকালীন অলিম্পিক গেমস উপহার দিতে পারবে।
সবচেয়ে দৃঢ় সমর্থন ও সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি। যখন আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিশনের চেয়ারম্যান থমাস বাখ ‘বেইজিং’ এই নাম ঘোষণা করেন, তখন চীনা জনগণ অন্ত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছিল।
২০১৭ সালে প্রেসিডেন্ট সি বেইজিং উ ক্য সুং স্টেডিয়ামে যুবক ও কৈশোরের আইস হকি ও ফিগার স্কেটিং প্রশিক্ষণ উপভোগ করেছিলেন। তিনি একজন আইস হকি ছোট খেলোয়াড়ের হাত তুলে তার দিকে ঝুঁকে কাঁধের সঙ্গে ধাক্কা দেন। তিনি হাসতে বলেন, ছোট ছেলে, আরো উঁচু হলে চীনের তুষার ও বরফ খেলার ভবিষ্যত তোমাদের হাতে।
এই আইস হকি ছোট খেলোয়াড়ের নাম কুয়ান জি চাও। ২০১৮ সালে বেইজিং শহরের প্রথম শীতকালীন প্রতিযোগিতায় তিনি হাই দিয়ান এলাকার আইস হকি দলের প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হয়েছে।
তুষার ও বরফ খেলা সম্বন্ধে প্রেসিডেন্ট সি খেলা প্রতিযোগিতার ওপর নজর রাখেন, তা ছাড়া তিনি জনগণের শরীরচর্চার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, জীবন সুখী ও আনন্দ হতে চাইলে, সুস্বাস্থ্য ও ভালো শারীরিক অবস্থা খুব গুরুত্বপূর্ণ। চীনের- শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানানোর এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো- চীনে তুষার ও বরফ খেলার দ্রুত উন্নয়ন জোরদার করা, জনগণের শরীরচর্চা আরও জনপ্রিয় করা।
২০১৬ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের প্রস্তুতি কাজ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছিলেন, তুষার ও বরফ খেলাকে জোরদার করতেই হবে, ব্যাপকভাবে জনগণের মধ্যে তুষার ও বরফ খেলা জনপ্রিয় করতে হবে। তুষার ও বরফ শিল্পের উন্নয়ন দ্রুততর করতে হবে, জনগণের শারীরিক সামর্থ্য বাড়াতে হবে।
চীনের তুষার ও বরফ খেলার উন্নয়ন অনেক দ্রুত গতিতে হচ্ছে। তবে এই ক্ষেত্রে বিশ্বের শক্তিশালী দেশের সঙ্গে পার্থক্যও রয়েছে অনেক। এ বিষয়ে প্রেসিডেন্ট সি বলেন, যুবকরা শক্তিশালী হলে, চীন শক্তিশালী হবে, ক্রীড়া খাত শক্তিশালী হলে, চীন শক্তিশালী হবে। সার্বিকভাবে তুষার ও বরফ খেলা উন্নত করতে হবে।
২০২১ সালের ১৮ জানুয়ারি, প্রেসিডেন্ট সি বেইজিংয়ের ইয়ান ছিং এলাকার রাষ্ট্রীয় আলপাইন স্কিইং কেন্দ্রে গিয়েছেন। তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে ৩০ কোটি মানুষের মধ্যে আরও ভালোভাবে তুষার ও বরফ খেলা জনপ্রিয় করতে হবে। ক্রীড়া খাতে শক্তিশালী দেশ গঠন করতে হবে। বিদায়ের সময় সবাই একসাথে বলেন: চীনের তুষার ও বরফ খেলা, এগিয়ে যায়। তিনিও সবাইকে উত্সাহ দিয়েছেন।
এখন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চলছে। ২৫ জানুয়ারি, আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিশনের চেয়ারম্যান টমাস বাখের সঙ্গে দেখা করার সময় প্রেসিডেন্ট সি বলেন, পরিচ্ছন্ন পানি ও সবুজ পাহাড় হল সোনার পাহাড় ও রৌপ্যের পাহাড়। এখন বরফ ও তুষারের দুনিয়াও সোনার পাহাড় ও রৌপ্যের পাহাড়। যা তুষার ও বরফের অর্থনীতি উন্নয়নকে জোরদার করেছে।