আপন আলোয় ৫৫
2022-02-11 17:23:43


এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: বাপ্পা মজুমদার

 

 

অন্তরঙ্গ আলাপন

গানে যা করতে চেয়েছি- এখনো সে পর্যায়ে পৌঁছতে পারিনি: বাপ্পা মজুমদার

ছবি: বাপ্পা মজুমদার

শুভাশিস মজুমদার বাপ্পা- পণ্ডিত বারীন মজুমদার ও ইলা মজুমদারের সন্তান। আজকের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, গিটারিস্ট বাপ্পা মজুমদার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নতুন ধারার বাংলা গানের জগতে রাজত্ব করছেন।

সুরেলা দরদভরা কণ্ঠ, ব্যতিক্রমী কম্পোজিশন ও সহজ-সাবলীল, নিমগ্ন গায়নশৈলি সমকালীন বাংলা গানে তাকে দিয়েছে বিশিষ্টতা।

ছবি: বাপ্পা মজুমদার

১৯৯৫ সালে প্রথম অ্যালবাম ‘তখন ভোরবেলা’ প্রকাশিত হবার পরই শ্রোতাদের মন জয় করে নেন নতুন ধারার বাংলা গানের এ রাজপুত্র।

 

তারপর দলছুটের লিড গায়ক হিসেবে একের পর এক উপহার দিয়েছেন নতুন গান।

আধুনিক বাংলা গানের পাশাপাশি রবীন্দ্র-নজরুল, লালন-হাসানের গানও করেছেন গুণী এই শিল্পী।

সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তবে, সংগীত নিয়ে যা করতে চেয়েছেন- সে জায়গায় এখনো পৌঁছতে পারেননি বলে মনে করেন বাপ্পা মজুমদার। চেষ্টা রয়েছে ভালো কিছু কাজ করবার। স্মৃতিচারণ করলেন বাবা-মা আর সঞ্জীব চৌধুরীর। বাবা-মা’র কথা না মেনে সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার দুঃসাহসিক সিদ্ধান্তের জন্য আজ আনন্দিত তিনি।

শিশুদের জন্য গানের স্কুল করার স্বপ্ন বাপ্পা মজুমদারের।

চীন আন্তর্জতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাপ্পা বললেন নিজের সংগীত ভাবনা নিয়ে। শুনিয়েছেন তার অসাধারণ কয়েকটি গান।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।