স্বর্ণার পোস্টার ভাণ্ডার: ‘রিসেট’ ও ‘সোর্স কোড’
2022-02-11 18:58:17

ফেব্রুয়ারি ১১: চলতি বছরের শুরুতে চীনে একটি টিভি সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠে। তাতে দেখা যায়, একটি বাস বিস্ফোরণে মারা যাওয়া মেয়ে লি শি ছিং বার বার বিস্ফোরণের আগের সময়ে ফিরে যেতে পারছেন। তখন মেয়েটি আবার সেই বিস্ফোরণের কারণ খুঁজে বের করার সুযোগ পাচ্ছে। সে কীভাবে এ রিসেট থেকে বের হতে পারে?

এ সিরিয়ালের কথা বলতে গেলে মনে পড়ে ২০১১ সালে রিলিজ হওয়া জেক গিলেনহাল-অভিনীত ‘সোর্স কোড’-এর কথা। সে চলচ্চিত্রের একটি প্রশ্ন আমার মনে ছাপ ফেলেছে: জীবনের যদি ১ মিনিট বাকি থাকে, তাহলে কী করবে?

আমরা হয়তো এ প্রশ্নের জবাব দিতে পারবো না। তবে নিজের সিদ্ধান্ত ঠিক আছে কিনা তা পরীক্ষা করার সুযোগ পাবো।   

(ইয়াং/এনাম/ছাই)