গানে যা করতে চেয়েছি- এখনো সে পর্যায়ে পৌঁছতে পারিনি: বাপ্পা মজুমদার
2022-02-11 18:27:49



ছবি: বাপ্পা মজুমদার

শুভাশিস মজুমদার বাপ্পা- পণ্ডিত বারীন মজুমদার ও ইলা মজুমদারের সন্তান। আজকের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, গিটারিস্ট বাপ্পা মজুমদার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নতুন ধারার বাংলা গানের জগতে রাজত্ব করছেন।

সুরেলা দরদভরা কণ্ঠ, ব্যতিক্রমী কম্পোজিশন ও সহজ-সাবলীল, নিমগ্ন গায়নশৈলি সমকালীন বাংলা গানে তাকে দিয়েছে বিশিষ্টতা।

 

                     

ছবি: বাপ্পা মজুমদার

১৯৯৫ সালে প্রথম অ্যালবাম ‘তখন ভোরবেলা’ প্রকাশিত হবার পরই শ্রোতাদের মন জয় করে নেন নতুন ধারার বাংলা গানের এ রাজপুত্র।

 

তারপর দলছুটের লিড গায়ক হিসেবে একের পর এক উপহার দিয়েছেন নতুন গান।

আধুনিক বাংলা গানের পাশাপাশি রবীন্দ্র-নজরুল, লালন-হাসানের গানও করেছেন গুণী এই শিল্পী।

সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তবে, সংগীত নিয়ে যা করতে চেয়েছেন- সে জায়গায় এখনো পৌঁছতে পারেননি বলে মনে করেন বাপ্পা মজুমদার। চেষ্টা রয়েছে ভালো কিছু কাজ করবার। স্মৃতিচারণ করলেন বাবা-মা আর সঞ্জীব চৌধুরীর। বাবা-মা’র কথা না মেনে সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার দুঃসাহসিক সিদ্ধান্তের জন্য আজ আনন্দিত তিনি।

 শিশুদের জন্য গানের স্কুল করার স্বপ্ন বাপ্পা মজুমদারের।

চীন আন্তর্জতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাপ্পা বললেন নিজের সংগীত ভাবনা নিয়ে। শুনিয়েছেন তার অসাধারণ কয়েকটি গান।

 

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।