বেইজিং শীতকালীন অলিম্পিক নিয়ে নাজমুল হকের সঙ্গে বাতচিত
2022-02-11 18:36:18

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এখনো চলছে। বিভিন্ন চমত্কার ইভেন্ট সারা বিশ্বের দর্শকদের আকষর্ণ করছে। নাজমুল হক হিমেল বাংলাদেশের একজন প্রাক্তন সাঁতারু। তিনি ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্র ছিলেন। ওই সময়ে তিনি প্রতিবছর জাতীয় বয়স-ভিত্তিক সাঁতারে স্বর্ণপদক জয়ী হয়েছেন এবং জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন। ২০০৬ সালে তিনি বাংলাদেশের সেরা সাঁতারু হন। ২০০৮ সালে তিনি বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন। বর্তমান তিনি বেইজিং নোর্ড এ্যাঙ্গলিয়া এডুকেশন ইন্টারন্যাশনল স্কুলে ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, বিশেষ করে ম্যারাথন অথবা ট্রায়াথলন (সাঁতার, বাইক, রানিং) ইভেন্টে অংশগ্রহণ করেন তিনি। গত বছর চীনের ছুংছিং শহরে অনুষ্ঠিত ট্রায়াথলন প্রতিযোগিতায় তিনি নবম হন। তাঁর একটা স্বপ্ন আছে, তা হলো: আন্তর্জাতিক ট্রায়াথলন ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা। এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক নিয়ে তাঁর কী পর্যবেক্ষণ রয়েছে? চলুন তাহলে, আলাপ করি তাঁর সঙ্গে।  (স্বর্ণা/এনাম/ছাই)