“দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার একমাত্র উপায় চাহিদা ও সরবরাহের সমন্বয়”
2022-02-10 21:01:59

 

ব্যবসাপাতির ৫৯তম পর্বে যা থাকছে:

# নতুন বছরের শুরুতেই চাঙ্গা চীনের অর্থনীতি

# ঘরোয়া পরিবেশে ছুটি কাটানো জনপ্রিয়তা পাচ্ছে চীনে

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“বাজারে ঘাটতি থাকলে ব্যবসায়ীরা সুযোগ নেয়ার চেষ্টা করে। আর বাজারে পণ্যের সরবরাহে উদ্বৃত্ত থাকলে ভোক্তারা সুযোগ নেয়। সরকারকে দেখকে হবে যেন বাজারে পণ্যের ঘাটতি তৈরি না হয়। আগে থেকেই পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে হবে যে বাজারে কোন পণ্যের কতো চাহিদা আছে, সে অনুযায়ী সরবরাহ ঠিক রাখতে হবে। ঘাটতির সংবাদ বাজারে আসার আগেই সরকারকে তা পূরণের ব্যবস্থা করতে হবে যেন কেউ সুযোগ নিতে না পারে। এটা পুরোটাই ব্যবস্থাপনাগত পারঙ্গমতার ব্যাপার।”

                             - ড. মোহাম্মদ হেলাল উদ্দিন

অধ্যাপক, অর্থনীতি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়