স্বর্ণার পোস্টার ভাণ্ডার: ‘আইনস্টাইন এন্ড আইনস্টাইন’ ও ‘লেডি বার্ড’: দ্য গ্রোয়িং পেইন নিয়ে চিন্তাভাবনা
2022-02-10 18:03:58

ফেব্রুয়ারি ১০: ছোট বাচ্চা থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হওয়ার প্রক্রিয়াকে অনেকেই ক্রমবর্ধমান ব্যাথা বা দ্য গ্রোয়িং পেইন বলে বর্ণনা করে থাকে। চীনা সাংস্কৃতিক প্রেক্ষাপটে তাতে সহনশীলতা বাড়ানো বা পরিস্থিতি অনুযায়ী নিজের আসল অনুভূতি লুকিয়ে প্রাপ্তবয়স্ক মানুষের মত আচরণ করার এক প্রত্যাশা সবার মাঝে কাজ করে।

চীনের ‘আইনস্টাইন এন্ড আইনস্টাই’ চলচ্চিত্রে এ প্রক্রিয়াটি ১২ বছর বয়সী লি ওয়ান, তার পরিবার এবং আইনস্টাইন নামক কুকুরের পাওয়া ও হারিয়ে যাওয়ার গল্পের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে বড় হওয়ার প্রক্রিয়ায় সকল অসহায় বা কপট অনুভূতির প্রতিফলন হয়েছে।

মার্কিন চলচ্চিত্র ‘লেডি বার্ড’ হাইস্কুলের বিদ্রোহী ছাত্রী ক্রিস্টিনের বড় হওয়ার গল্প বর্ণনা করেছে। তার সমস্যা ছিলো নিজের স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্ব।

কীভাবে বড় হলে ব্যাথা লাগে না? বা ব্যাথাহীনভাবে কি বড় হওয়া সম্ভব? অনেককেই খোঁজে বেড়াচ্ছেন এ দুই প্রশ্নের জবাব।  

(ইয়াং/এনাম/ছাই)