আজকের টপিক: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস প্রসঙ্গে
2022-02-10 16:49:18

ফেব্রুয়ারি ১০: অলিম্পিকের নীতিবাক্যে ‘আরও ঐক্যবদ্ধ’ টার্মটি যুক্ত করার পর প্রথম শীতকালীন অলিম্পিক হিসেবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ৯০টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদকে আকর্ষণ করেছে। এবারের গেমসের ইভেন্ট-পদকের সংখ্যাও আগের যে-কোনো শীতকালীন অলিম্পিক গেমসের তুলনায় বেশি। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আলোচনা করবো।

 

২০০৮ সালে বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল। আর এখন করছে শীতকালীন অলিম্পিক গেমস। এর মাধ্যমে বেইজিং উঠে গেছে এক অনন্য উচ্চতায়। এখন বেইজিংকে ডাকা হচ্ছে ‘ডাবল অলিম্পিক সিটি’ বলে। বলা বাহুল্য, এই মর্যাদা এখন পর্যন্ত কেবল বেইজিংই পেয়েছে।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চীনে পুনর্মিলনের প্রতীক সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব বসন্ত উত্সবের সময়ে আয়োজিত হচ্ছে। বিদেশি ক্রীড়াবিদরা চীনা কর্মীদের কাছ থেকে চীনের বসন্ত উত্সবের রীতিনীতি বোঝার সুযোগ পাচ্ছেন। তাঁরা পারিবারিক পুনর্মিলন ও জাতীয় ঐক্যের জন্য চীনা জনগণের সাধনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাচ্ছেন। চীনের অলিম্পিক গেমস আয়োজনের উদ্দেশ্য কখনও পরিবর্তন হয়নি। আর তা হচ্ছে, বিভিন্ন অঞ্চল, সংস্কৃতি, জাতীয়তা ও রঙের লোকদের একত্রিত করা, বিশ্বে একতা এবং শান্তি ও আশা নিয়ে আসে।

 

বর্তমান বিশ্বের অবস্থা জটিল ও উত্তেজনাময়। কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে অলিম্পিকের চেতনা আরও বেশি প্রয়োজন। বিশ্বের ১৯০টি দেশকে ঐক্যবদ্ধ হয়ে আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এটি হলো বেইজিং অলিম্পিক গেমসের স্লোগান ‘যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য’-এর উদ্দেশ্য। এটি অলিম্পিক গেমসের মানবজাতিকে একত্রিত করার দায়িত্ব ও প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ।

 

এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং  বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বলেন, চীন ও রাশিয়ার উচিত সক্রিয়ভাবে বৈশ্বিক ব্যবস্থাপনার সংস্কার ও নির্মাণকাজে অংশগ্রহণ করা, যৌথভাবে সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করা, এবং সত্যিকারের গণতন্ত্রের চেতনা রক্ষা করা।

 

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, দু’দেশের উচিত সবসময় দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা রক্ষা করে চলা। নতুন ঐতিহাসিক পরিস্থিতিতে চীন-রাশিয়া সম্পর্কের আরও উন্নয়নে বেইজিং সক্রিয়া ভূমিকা রেখে যেতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।

শীতকালীন অলিম্পিকের সফল আয়োজনের জন্য সম্ভাব্য সবকিছু করায় চীনা জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ।  তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে চীনের সরকার ও জনগণ।

 

তিনি বলেন, বেইজিং প্রস্তুত, স্টেডিয়ামগুলো প্রস্তুত, খেলোয়াড়রাও প্রস্তুত। বেইজিং শীতকালীন অলিম্পিক আয়োজনে  চীনের সরকার মহামারী-প্রতিরোধক যে-ব্যবস্থা গ্রহণ করেছে, তা বাস্তবসম্মত ও নিরাপদ।

 

বেইজিং শীতকালীন অলিম্পিকের সাফল্য কামনা করে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে বার্তা পাঠিয়েছেন। কোনো কোনো নেতা ভিন্ন প্লাটফর্মে অলিম্পিকের সাফল্য কামনা করেছেন।

সত্যি, একটি নিরাপদ ও ভালো অলিম্পিক গেমস বিশ্বের সামনে তুলে ধরার সক্ষমতা চীনের আছে। বেইজিং শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্রতিবন্ধী গেমসের স্লোগান হলো ‘একসঙ্গে, অভিন্ন ভবিষ্যতের জন্য’। আশা করি, বিভিন্ন দেশের খেলোয়াড়রা গেমসের বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করবেন। (ওয়াং হাইমান/এনাম/ছাই)