নতুন বছরের শুরুতেই চাঙ্গা চীনের অর্থনীতি
2022-02-10 20:59:50

সাজিদ রাজু, ফেব্রুয়ারি ২০২২: সদ্য বরণ করা চীনা নববর্ষে চাঙ্গা হয়ে ওঠে দেশটির অর্থনীতি উৎসব আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে উপহার আর প্রয়োজনীয় পণ্যের কেনাকাটার ধুম পড়ে প্রতিটি প্রদেশে বিশেষ করে নারীদের গহনা, ইলেক্ট্রনিক্স গৃহস্থালী পণ্য থেকে বিনোদন সামগ্রীর কেনাকাটায় যোগ হয় নতুন মাত্রা গ্রাহকদের ভিড় জমে শুল্কমুক্ত পণ্যের কেনাকাটায়

 


উৎসব-আনন্দের অন্যতম অনুসঙ্গ ইচ্ছে পূরণ এই ইচ্ছে আবার নারী-পুরুষ কিংবা বয়স ভেদেও হয় ভিন্ন তবে মানুষের ইচ্ছা যাই হোক, বাজারের কেনাকাটায় এর প্রভাব পড়ে প্রত্যক্ষভাবে, ফলে অর্থনীতির গতি বেড়ে যায়

চীনের নতুন বর্ষ বরণ বা বসন্ত উৎসবের আনন্দেও এর ব্যতিক্রম ছিলো না বিশেষ করে পূর্ব চীনের ঝেচিয়াং প্রদেশের নারীদের যেন ছিলো ইচ্ছে পূরণের মৌসুম

 



নতুন বছর উদযাপনের অংশ হিসেবে প্রতি বছরই আমি একটা করে গয়না কিনে থাকি

শেন সাইয়া, স্বর্ণ ব্যবসায়ী

সময়ে আমরা সাধারণত ২০ থেকে ৩০টি করে গহনা বিক্রি করতে পারি কারণ সময়ে মানুষের মধ্যে উপহার কেনার প্রবণতা বেড়ে যায়

 


বাদ যায়নি ঘোরাঘুরি কিংবা বিনোদনও নতুন বছরের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে অনেকে ঘুরতে বের হয়েছেন বহু মানুষ কেউবা আপনজনদের নিয়ে দূরে কোথাও অবসর কাটানোতে ব্যস্ত তবে কাছে দূরে যাই হোক, খাবার বা অন্যান্য প্রয়োজন পূরণের জন্য ভাবতে হয়নি এক চিলতে বরং সেবার ডালি নিয়ে হাজির হয়েছে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান

ছ্যাং লি, পর্যটক

আমি ভেবেছিলাম, ঘুরতে যাওয়ার আগে খাদ্যদ্রব্যসহ আরো নানা রকম প্রস্তুতি নিয়ে তার পর বের হতে হবে কিন্তু আমাকে কিছুই করতে হয়নি এখান থেকেই সব পাওয়া গেছে তবে আমার মনে হয়, বয়স্ক শিশুদের কথা মাথায় রেখে তারা আরো কিছু অফার সাজাতে পারে

 

 

উৎসব উপলক্ষ্যে চীনের ইলক্ট্রনিক্স গৃহস্থালী পণ্যের বাজারে আছে নানা ছাড়ের চমক গ্রাহক টানতে বিভিন্ন রকমের অফারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা তাইতো জানুয়ারির শেষ ফেব্রুয়ারি শুরুর ১৫দিনব্যাপী বিপুল কেনাকাটা জমে ওঠে চীন জুড়ে

 

এদিকে, ছুটিতে বহু চীনা নাগরিক নেয় শূল্কমুক্ত কেনাকাটার সুযোগ

 



চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের বাণিজ্য বিভাগ জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ডিউটি ফ্রি কেনাকাটা হয়েছে প্রায় বিলিয়ন ইউয়ান বা সোয়া মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিশেষ করে চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে কেন্দ্র করে ৩০ জানুয়ারি থেকে এক সপ্তাহ ছুটির সময় বিপুল অংকের কেনাকাটা করে চীনারা