ঘরোয়া পরিবেশে ছুটি কাটানো জনপ্রিয়তা পাচ্ছে চীনে
2022-02-10 20:51:45

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নববর্ষ উৎসবের ছুটিতে পর্যটন একটি জনপ্রিয় ধারা।এই ধারায় নতুন যুক্ত হয়েছে  গ্রাম পর্যটন বা ছোট ছোট হোম স্টেতে কয়েকদিন ভিন্ন ধরনের জীবন যাপন। বড় বড় হোটেলের পরিবর্তে ঘরোয়া পরিবেশে ছোট গেস্ট হাউজ বা হোম স্টের জীবন বেশি উপভোগ করছেন পর্যটকরা।

চীনের নববর্ষ বা বসন্ত উৎসবের ছুটি কাটাতে চীনাদের মধ্যে এখন বিলাস বহুল হোটেলের চেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে হোম স্টে বা ছোট বাড়িতে ঘরোয়া পরিবেশে ছুটি কাটানো। ব্যক্তি উদ্যোগে নিজেদের বাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা করে স্থানয়ি বাসিন্দাদের আয় রোজগার যেমন বাড়ছে তেমনি গ্রামের ঘরোয়া আমেজে ছুটি কাটাতে পেরে ভিন্ন ধরনের আনন্দ পাচ্ছেন শহুরে পর্যটকরা।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে আনজি কাউন্টির হুচৌ শহর। এখানে ছোট ছোট হোম স্টে  আকর্ষণ করছে পর্যটকদের। এই ছোট বাড়ি গুলোর মধ্যে সুইমিং পুল, উঠোনে তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। ভিতরে বেডরুমগুলো সাজানো হয়েছে আধুনিকভাবে, সব রকম সুযোগ সুবিধা নিয়ে।

বেইজিংয়ের উপকণ্ঠে কিছু গ্রামীণ বাড়িতে ছুটি কাটাতে এসেছে অনেক পরিবার। একটি বাড়িতেএকটি বা দুটি পর্যটক পরিবার থাকছে।

 

হোমস্টে প্লাটফর্মের পরিচালক হু ইয়াং বলেন, ‘বেশিরভাগ গ্রাহক আগের মতো থাকতে পছন্দ করেন না। তারা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ধরনের লাইফস্টাইল উপভোগ করতে চান।’

হোম স্টেগুলোতে আছে ক্যাম্প ফায়ারের সুবিধা আর ঘরে তৈরি মজাদার খাবার । উপভোগ করা যায় গ্রামের বাড়ির আনন্দ। শিশুরা শিখছে কিভাবে চীনা নববর্ষের ঐতিহ্যবাহী কাপলেট লিখতে হয়। এভাবে ঐতিহ্যের স্পর্শ পাচ্ছে নতুন প্রজন্ম।

নববর্ষের একটি ঐতিহ্যবাহী খাবার চিয়াওজা বা ডাম্পলিং। ঘরে তৈরি ডাম্পলিংয়ের স্বাদই আলাদা।

বেইজিংয়ে পাহাড়ঘেরা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে  শহুরে নাগরিকরা উপভোগ করছেন অন্য রকম জীবন। চাং লি নামে একজন পর্যটক বলেন

‘হোমস্টের  পরিবেশ খুব চমৎকার। এটি পাহাড়ঘেরা। আমরা সাধারণত শহরে থাকি। তাই এমন দৃশ্য দেখা হয় না। আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে এমন পরিবেশ উপভোগ করতে পেরে খুব উষ্ণতা ও  আনন্দ অনুভব করছি।’

পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংদাও শহর চীনের একটি বিখ্যাত পর্যটন স্থান। সমুদ্রতীরের এই শহরে গড়ে উঠছে হোমস্টে ব্যবস্থা। পর্যটকরা এখানকার স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারছেন। এখানে মন্দিরমেলাও জমজমাট হয়ে উঠেছে। ছিংদাও শহরের বাসিন্দারাও এই সংস্কৃতি উপভোগ করতে পেরে খুশি।

ছিংদাও শহরের একজন বাসিন্দা হলেন ছু চেংওয়েন। তিনি বলেন, ‘আমি স্ট্রবেরি  তুলতে পারছি, স্কি করছি, মজার খাবার খাচ্ছি এবং স্থানীয় মন্দির মেলায় যাচ্ছি। ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে পেরে ভালো লাগছে। বসন্ত উৎসবে ঘরে বসে থাকার চেয়ে এটা অনেক আনন্দের।

চীনের স্বল্পকালীন লজিং রেনটাল প্লাটফর্ম থুচিয়ার তথ্য অনুযায়ী বসন্ত উৎসবের ছুটি কাটানোর জন্য গ্রামীণ পর্যটন ও ঘরোয়া পরিবেশে স্থানীয় সংস্কৃতি উপভোগ ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। ছোট ছোট বাড়িতে একটিমাত্র পরিবারের ছুটি কাটানোর জন্য বুকিংয়ের পরিমাণ আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে। বেশিরভাগ শহুরে মানুষ গ্রামীণ পরিবেশে ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন এসব হোমস্টের ঘরোয়া পরিবেশ।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: সাজিদ রাজু