পুরানো আবাসন এলাকার ওপর মনোযোগ দেন সি চিন পিং
2022-02-09 16:25:17

ফেব্রুয়ারি ৯: আবাসন এলাকা হলো শহুরে নাগরিকদের বৃহত্তম পরিবার। একটি আবাসন এলাকায় কমপক্ষে কয়েক ডজন থেকে কয়েক হাজার পরিবার থাকে। পুরানো আবাসন এলাকার পরিস্থিতি জটিল। বিভিন্ন ধরনের বাসিন্দা এখানে থাকেন। স্থানীয় বাসিন্দাদের জন্য আরও সুষ্ঠু বসবাসের পরিবেশ দেওয়া এবং স্থানীয় অবকাঠামো সুরক্ষার বিষয় অনেক গুরুত্বপূর্ণ। ২০২০ সালের জুলাই মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চিলিন প্রদেশের ছাংছুন শহরের ছাংশান বাগান আবাসন এলাকা পরিদর্শন করেছেন। এলাকাটি গত শতাব্দীর ৮০’র দশকে নির্মিত হয়েছে। সি চিন পিং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার ওপর অনেক মনোযোগ দেন। তাহলে নতুন বছর বসন্ত উত্সব উপলক্ষ্যে আমরা দেখবো বর্তমান এলাকার কি পরিবর্তন হয়েছে।

চাও সিং ফু হলেন বাগান এলাকার একজন বাসিন্দা। প্রতি বছর বসন্ত উত্সবে তাঁর সন্তানরা বাড়ি ফিরে যায় এবং একসঙ্গে উত্সব উদযাপন করে। ২০২০ সালে এলাকাটি পরিদর্শন করার সময় সি চিন পিং তাঁর বাড়িতে যান। তিনি চাও’র পরিবারের খোঁজখবর নেন। সি চিন পিং বিশেষ করে পুরানো আবাসন এলাকার পরিবেশের ওপর মনোযোগ দেন। চাও সিং ফু বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এলাকার পরিবেশ অনেক উন্নত হয়েছে। বর্তমানে এলাকা আরও সুবিধাজনক হয়েছে। এ ছাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো।

উ ইয়া ছিন হলেন বাগান আবাসন এলাকার চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) কমিটির প্রধান সম্পাদক। যখন বসন্ত উত্সব হয়, তখন এলাকার ক্যাডাররা আরো ব্যস্ত হয়ে ওঠেন। তিনি বলেন, বাসিন্দাদেরকে আরও সুন্দর পরিবেশ উপহার দেওয়া হলো ক্যাডারদের বৃহত্তম লক্ষ্য। ২০২০ সালে প্রেসিডেন্ট সি চিন পিং এলাকাটি পরিদর্শন করার সময় উ এলাকার পরিবর্তন তুলে ধরেন।

উ বলেন, আমি প্রথমে বলেছি, আপনি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আমি সর্বনিম্ন স্তরের সম্পাদক। আজ আমি আপনার কাছে এলাকার পরিস্থিতি তুলে ধরব। বর্তমানে আমাদের আবাসন এলাকার অবকাঠামো অব্যাহতভাবে উন্নত হচ্ছে এবং পরিবেশ আরো সুন্দর হয়েছে। আমি অবশ্যই ক্যাডার ও বাসিন্দাদেরকে নিয়ে বিভিন্ন কঠিন ও চ্যালেঞ্জ সমাধান করবো।

উল্লেখ্য, বর্তমান বাগান আবাসন এলাকায় তিন হাজার পরিবারে প্রায় সাত হাজার বাসিন্দা রয়েছে। এর মধ্যে ৬০ বছরের বেশি বয়সী বাসিন্দার সংখ্যা ১২ শতাধিক। তাই এলাকার বয়স্কদের যত্নের কাজটি হলো একটি কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়। সি চিন পিং এ বিষয়ের প্রতিও মনোযোগ দেন। এ সম্পর্কে উ ইয়া ছিন বলেন, সি চিন পিং আমাদেরকে বয়স্কদের আরও বেশি সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে আমরা আবাসন এলাকায় দু’টি এটিএম যন্ত্র স্থাপন করেছি। এ ছাড়া আমরা বিভিন্ন অর্থ প্রদান যন্ত্রের ব্যবস্থাও করেছি।

তরুণী হান লি ফিং হলেন এলাকাটির নতুন সম্পাদক। সি চিন পিংয়ের বক্তব্যের মাধ্যমে পুরাতন এলাকা উন্নয়নে নতুন ধারণা পাওয়া যায়। ২০২১ সালে এলাকায় বুদ্ধিমান আবাসন এলাকা রূপান্তরের সুযোগ ব্যবহার করে আগুন সুরক্ষার ব্যবস্থা নির্মাণকাজ জোরদার করা হয়েছে।

চিলিন প্রদেশের ‘ছাংছুন আবাসন এলাকা ক্যাডার একাডেমি বাগান’ আবাসিক এলাকায় অবস্থিত। ২০২০ সালে সি চিন পিং একাডেমি পরিদর্শন করেন। তিনি অনুশীলনের অভিজ্ঞতা এবং অব্যাহতভাবে শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত ও পদ্ধতিগত প্রকৃতি উন্নত করার অনুরোধ জানান।

এ সম্পর্কে একাডেমির উপপ্রধান চৌ মিয়ান চেং বলেন, সি চিন পিং পরিদর্শনের পর আমরা নতুন ধারণার প্রস্তাব দিয়েছি। আমরা সরাসরি ক্লাস করা ছাড়াও অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। অনলাইনে শিক্ষার্থীরা আরো সুবিধাজনক পদ্ধতিতে শিখতে পারেন। ২০২১ সাল পর্যন্ত আমরা মোট ১৬৮বার অনলাইন প্রশিক্ষণ দিয়েছে। এতে ৭৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি, আমাদের প্রশিক্ষণ নেওয়ার পর ক্যাডাররা আরও সুন্দর ও সম্প্রীতিময় আবাসন এলাকা গড়ে তুলতে পারবে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)