স্বর্ণার পোস্টার ভাণ্ডার: ওয়ান্স আপন এ টাইম ইন...
2022-02-09 15:55:37

ফেব্রুয়ারি ৯: ওয়ান্স আপন এ টাইম ইন... এমন শিরোনাম দিয়ে শুরু হওয়া অনেক চলচ্চিত্র আছে। আজকের পোস্টার ভাণ্ডারে ‘ওয়ান্স আপন এ টাইম ইন চায়না’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকা’ একসাথে রাখলাম।

সেই টাইম কেমন সময় ছিল? আমাদের পরিচিত জীবন থেকে কিছুটা দূরে, কিন্তু খুব বেশি দূর নয় যে- কোনো স্মৃতি স্মরণ করা যায় না! সেই টাইম হলো- পরিবর্তনের সময়।

বিংশ শতাব্দীর শুরুর দিকটি ছিল চীনের জন্য সবচেয়ে অপমানজনক সময়। সর্বশেষ রাজবংশ- ছিং রাজবংশ দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন শক্তিশালী বিদেশি আক্রমণকারী চীনে ঢোকার চেষ্টা করে। সেটি ছিল বিশৃঙ্খল সময় এবং সেই সঙ্গে নতুন চিন্তাভাবনা ও নতুন বিজ্ঞান ও প্রযুক্তির সময়। এসব পরিবর্তন চীনা মানুষের চিন্তাভাবনাকে নাড়া দেয়। নিজের ঐতিহ্য ধরে রাখবে? নাকি বাইরে নতুন জিনিস গ্রহণ করবে? এটি ছিল তখনকার একটি মৌলিক দ্বন্দ্ব।

বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দ্রুত উন্নত হয়। তবে, বিশের দশকের শেষ দিকে বড় আকারের অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। লাখ লাখ মানুষ কাজ হারায়, কারখানা, দোকান ও ব্যাংক বন্ধ হতে থাকে। এ সময় গ্যাংস্টার ও চোরাচালান বাড়তে থাকে।

দুটি চলচ্চিত্রে ফুটে উঠেছে যুগ পরিবর্তনের সময় মানুষের লড়াইয়ের গল্প।

(ইয়াং/তৌহিদ/ছাই)