কেমন ছিল চীনা নববর্ষের ছুটি?
2022-02-09 14:52:49

নের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের অনুমান অনুযায়ী, ২০২২ সালের চীনা নববর্ষের সাতদিনের ছুটিতে গোটা চীনে মোট ২৫.১ কোটি মানুষ ভ্রমণ করেছে। আর পর্যটন খাতে আয় হয়েছে ২৮৯.১১ বিলিয়ন ইউয়ান।

 

নববর্ষের ছুটিতে মানুষ কীভাবে উত্সব উদযাপন করেছে? অধিকাংশ মানুষ আতীয়স্বজনের সঙ্গে দেখা করে, গ্রামীণ পর্যটন এলাকা ভ্রমণ করে, এবং বরফ ও তুষার ক্রীড়ায় মেতে ছুটি কাটিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালের চীনা নববর্ষের ছুটিতে ৭৮ শতাংশ মানুষ তাদের নিজ প্রদেশের ভেতরে ভ্রমণ করেছে। শিশুদের নিয়ে গাড়ি চালিয়ে কাছাকাছি পার্কে  বেশি ভ্রমণ করেছে।

 

গ্রামে বা সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকায় গিয়ে লোকসাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে এবং  বৈশিষ্ট্যময় খাবার খেয়েও অনেকে উত্সব উদযাপন করেছে।

 

গতকাল (সোমবার) পর্যন্ত  চীনা নববর্ষের ছুটিতে চীনের চলচ্চিত্রের বক্স অফিসে আয়ের পরিমাণ ৬০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। ঐতিহ্যিক খাবার ও বিনোদন ছাড়াও ছুটির সময়ে এবার লোকজন রাজপ্রাসাদ বা নিষিদ্ধ নগরীতে একটি মাল্টিমিডিয়া আর্ট শো উপভোগ করেছে। নববর্ষের সময়ে রাজপরিবার লণ্ঠন জ্বালাতো, তাই এটি একটি ঐতিহ্য। আর এবার পুরাতন লণ্ঠন মেরামতের পরে মাল্টিমিডিয়া পদ্ধতির মাধ্যমে সবার সামনে নতুন লণ্ঠন প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি, ভিডিওতে রাজপ্রাসাদের লণ্ঠনের তত্বাবধায়ক, ও মেরামত কর্মীরা প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত লণ্ঠনের গল্প বলেছেন।

 

চীনা পর্যটন গবেষণালয় প্রকাশিত ২০২২ প্রথম প্রান্তিক সাংস্কৃতিক ভোগ্য তদন্তের ফলাফলে থেকে দেখা যায়, সাংস্কৃতিক অভিজ্ঞতা ছুটির সময়ে বিনোদন ও ভোগ্যের মূল বিষয়ে পরিণত হয়।

 

ছুটির সময়ে চীনের রাতের মেলাও খুব জনপ্রিয় ছিল। সারা দেশে রাতে কেনাকাটার পরিমাণ ছিল ৩৭৯.৮৭ বিলিয়ন ইউয়ান, তা গত বছরের একই সময়ের তুলনায় ২.২৫ শতাংশ বেশি। এবার রাতের বিনোদন, খাবার, ভ্রমণ ও কেনাকাটা যথাক্রমে ১৯.৯৯, ২৮.৯১, ১৫.৮৭, ও ২৮.৭৬ শতাংশ বৃদ্ধি পায়।

 

সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘন্টাকে স্বর্ণ সময় বলে ডাকা হয়। এ সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেনাকাটা অনেক বেশি হয়ে থাকে।

 

অন্যদিকে, গ্রামাঞ্চলে মানুষ বেশি কেনাকাটা করে এবং তারা স্মার্ট পণ্য অনেক বেশি কিনে। স্মার্ট স্পিকার, রোবট ভ্যাকুয়াম এবং হোম থিয়েটার গ্রামাঞ্চলে সবচেয়ি জনপ্রিয় নববর্ষের পণ্যে পরিণত হয়েছে।

 

শক্তি সাশ্রয়, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, উদীয়মান ইলেকট্রনিক পণ্যের ব্যবহার গ্রামে দিন দিন বাড়ছে। কারণ তারা এখন শহরের মানুষদের মতো সেবা কিনে। যেমন: নববর্ষের খাবার নিজে তৈরির বদলে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে। সবমিলিয়ে গ্রামাঞ্চলের ভোগ্য কাঠামো উন্নত হয়েছে। (শিশির/এনাম/রুবি)