‘কূটনৈতিক বয়কটের’ অপচেষ্টা অবশেষে ব্যর্থ হয়েছে
2022-02-09 16:34:01

ফেব্রুয়ারি ৯: ৪ ফেব্রুয়ারিতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বেইজিং নতুন ইতিহাস সৃষ্টি করছে এবং গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করা বিশ্বের একমাত্র শহর হয়ে উঠেছে।

এবারের শীতকালীন অলিম্পিকের দিকে ফিরে তাকালে অল্প কিছু দেশ ও রাজনীতিবিদদের রাজনৈতিক কারসাজিতে আগে জনমতে কিছু বিতর্ক শোনা গেছে। যুক্তরাষ্ট্রসহ খুব অল্প কিছু দেশ ‘কূটনৈতিক বয়কটের’ অপচেষ্টা করলেও বিদেশি নেতৃবৃন্দ, সরকারি নেতৃবৃন্দ, রাজ পরিবারের সদস্য এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাসহ প্রায় ৩০ জনেরও বেশি লোক এবারের শীতকালীন অলিম্পিকের সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেন। প্রায় ৯০টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজারেরও বেশি খেলোয়াড় নানা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার ইভেন্ট ও স্বর্ণপদকের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ। এতে অংশ নিতে কিছু দেশ প্রথমবারের মতো প্রতিনিধিদল পাঠিয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর প্রকোপের পর সময়মতো অনুষ্ঠিত এই বিশ্বব্যাপী বড় আকারের সার্বিক ক্রীড়ার মহাসম্মেলন নিয়ে বিশ্ববাসীদের আগ্রহ ও উত্সাহ বাড়ছে। এসব বাস্তবতা থেকে প্রমাণিত হয় যে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমর্থন পেয়েছে। কোনো কোনো পশ্চিমা দেশগুলো ‘কূটনৈতিক বয়কটের’ মাধ্যমে শীতকালীন অলিম্পিকে এবং চীনের উন্নয়নে বাধা সৃষ্টি করার অপচেষ্টা অবশেষে ব্যর্থ হবে।