‘তোমাদের জন্য’
2022-02-09 09:46:40

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং ইয়ু, চীনের খুব বিখ্যাত গায়ক, গীতিকার, উপস্থাপক ও অভিনেতা। তার আসল নাম চাং বো সিয়াং। ১৯৬৭ সালের ৩০ এপ্রিল তিনি চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের ফেংচিয়া বিশ্ববিদ্যালয়ের বীমা বিভাগ থেকে স্নাতক হন। পিয়ানো ও গিটার খুব ভালো বাজাতে পারেন তিনি।

 

সঙ্গীত অনুরাগী চাং ইয়ু লেখাপড়ার সময় থেকেই সঙ্গীত-রেস্তরাঁয় গান গাইতেন। ১৯৯২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। ১৯৯৩ সালের ১ এপ্রিল চাং ইয়ু’র প্রথম অ্যালবাম ‘হেঁটে হেঁটে বাতাস আসে’ প্রকাশিত হয়।

 

১৯৯৩ সালের নভেম্বর মাসে চাং ইয়ু’র আরেকটি অ্যালবাম ‘তোমার জন্য অনেক চিন্তা করি’ প্রকাশিত হয়। এবং তা তাইওয়ানের বার্ষিক সোনালি সংগীত তালিকায় চ্যাম্পিয়ন হয়। ১৯৯৮ সালে চাং ইয়ুর আরেকটি অ্যালবাম ‘চাঁদ, সূর্য’ বাজারে আসে। তখন এই অ্যালবাম তাইওয়ানে ৮ লাখ কপি বিক্রি হয়। এই অ্যালবামের প্রধান গান ‘সবই চাঁদের দোষ’ চাং ইয়ু’র প্রতিনিধিত্বকারী গানের অন্যতম।

 

বন্ধুরা, এখন শুনুন চাং ইয়ু’র গান ‘চাঁদের ভুল’। গানের কথায় বলা হয়, সবই তোমার দোষ, এত সহজে আমাকে ভালোবেসেছো। সব তোমার দোষ, তুমি আমাকে এত ভালোভাবে দেখো। সব তোমার দোষ, তোমার চোখে এত বেশি ভালোবাসা। আচ্ছা, আমি স্বীকার করি, সবই চাঁদের দোষ, এ দৃশ্য অনেক সুন্দর, তুমি অনেক স্নেহশীল। তাই তোমার সঙ্গে চিরদিন থাকতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চাং ইয়ু’র কণ্ঠে আরেকটি গান, গানের নাম ‘ছোট ছোট সূর্য’। গানের কথায় বলা হয়: বড় বৃষ্টি থেমে যাওয়ার সেই রাতে, আমি একাই হাঁটি। শুধু ভোরের অপেক্ষা করি। ভালোবাসা চলে যাচ্ছে, আমি একাই থাকতে চাই না। তুমি যেন ছোট একটি সূর্য, তোমার উষ্ণতা, আমার ঠান্ডা হৃদয়কে উষ্ণ করতে পারে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চাং ইয়ু’র কণ্ঠে আরেকটি গান, গানের নাম ‘তোমাদের জন্য’। গানের কথায় বলা হয়: সে তোমার পাত্র, পরবর্তীতে সে তোমার সঙ্গী। তার সব কিছু তোমার সঙ্গে সম্পর্কিত। সে তোমার কনে, তুমি সারা জীবন তাকে ভালোবাসবে। দুঃখ ও আনন্দ শেয়ার করতে হয়। নিশ্চয় বিশেষ সম্পর্কের কারণে, তোমরা একই পরিবারের হতে পারো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)