‘নিজেকে জিজ্ঞাসা করা’
2022-02-09 09:49:16

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ রুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

আ রুং এর আসল নাম লিউ উই, তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি ১৯৯৪ সালের ১৩ জুলাই চীনের চ্যচিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তাঁর প্রতিনিধিত্বকারী গান ‘তিনি’, ‘তোমার উত্তর’, ‘আমার সঙ্গে সম্পর্ক নেই’।

 

বন্ধুরা, এখন শুনুন আ রুং-এর কণ্ঠে ‘তোমাকে দেখতে চাই’ নামের গানটি। গানের কথায় বলা হয়, তোমার হাসি সব রোগকে দূর করতে পারে, তোমাকে হারালে, সব দৃশ্য যেন ধ্বংসাবশেষ হয়ে যায়। তোমাকে আবার দেখতে পাবো কিনা জানি না! তোমাকে দেখতে চাই, শুধু তোমাকে দেখতে চাই। ভবিষ্যত, অতীত, আমি শুধু তোমাকে দেখতে চাই।

আচ্ছা, শুনুন এই দারুণ রোমান্টিক গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আ রং-এর গান ‘তোমার উত্তর’। গানের কথায় বলা হয়: হয়তো এই বিশ্ব এরকম, আমি এখনও পথে। কথা বলার কেউ নেই। হয়তো আমি শুধু চুপচাপ থাকি, অশ্রুতে চোখ ভিজে যায়। তবে, আমি কাপুরুষ হতে চাই না। মাথা নিচু করে, ভালো দিনের অপেক্ষা করি, সব উপহাস সহ্য করি। বাতাসের দিকে, রংধনুকে আলিঙ্গন করি। সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘পাহাড়ের বাতাস’। গানের কথাগুলো এমন: দুঃখ লাগবে না, কথা বলো না, আমি তোমাকে এখনও মিস করি, কি করবো আমি জানি না। বিদায়ের পর, ভালোবাসা কোন পথে যাবে, আমার চাওয়া- ক্ষমা করো। পাহাড়ের বাতাস বলে, তুমি ফিরে আসবে। তুমি তবে চলে যাবে, আরেকটি ভবিষ্যতের দিকে যাবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো আ রুং-এর আরেকটি গান, গানের নাম ‘তিমি মাছ’। গানের কথাগুলো এমন: অপেক্ষা করি, সমুদ্রের বাতাসের মতো। আস্তে আস্তে ভেসে যায়, মনের উষ্ণ অনুভূতি। এই দুনিয়ার কর্ণারে আটকে আছি, যা দেখতে চাই, তা আর বাকি নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন আ রুং-এর গান ‘নিজেকে জিজ্ঞাসা করা’। গানের কথায় বলা হয়, আমি অনুর্বর জমি পার হয়ে যাই। যেন সমুদ্রের নদী পার হওয়া ভালোবাসা। স্বপ্নে তোমার চুলে চুমু দেই। তোমার একটি হাসি খুঁজি। তবে পৃথিবীতে শুধু শান্তি, শুধু আমি, একাই সামনে যাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ রুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)