শীতকালীন অলিম্পিক গেমসের স্বপ্নের দল-স্কি ডাক্তারদের দল
2022-02-08 17:09:35

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আলপাইন স্কিইং ইভেন্ট ট্র্যাকের দৈর্ঘ্য ৩ কিলোমিটার। এখানে শ্রেষ্ঠ খেলোয়াড়ের গতি হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। খুব উত্তেজনাপূর্ণ একটি খেলা, তার মানে- খুব বিপজ্জনকও বটে। এখানে খেলোয়াড়রা আহত হলে উদ্ধারকারী কীভাবে সাহায্য করেন? উত্তর হলো, স্কি করে সেখানে ডাক্তারদলের ছুটে যাওয়ার মাধ্যমে।

 

শীতকালীন অলিম্পিক গেমসের চিকিত্সা-কাজ নিশ্চিত করতে হলে, একটি বিশেষ গোষ্ঠীর মানুষের সঙ্গে পরিচিত হওয়া উচিত। তাঁরা সবাই স্কি’র দক্ষতা অর্জনকারী ব্যক্তি, তবে তাঁরা শীতকালীন অলিম্পিক গেমসের কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন না। তাঁরা যে কোনো আকস্মিক জরুরি অবস্থায় চিকিত্সা সেবা দেবেন, কিন্তু তাঁদের কাজের ক্ষেত্র হাসপাতালে নয়। তাঁরা বিভিন্ন হাসপাতালের ডাক্তার। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় মিলিত হয়েছেন। সবাই বলে, তাঁরা চিকিত্সকদের মধ্যে সবচেয়ে ভালো স্কি করতে পারে, আর স্কি খেলোয়াড়দের মধ্যে চিকিত্সার মানের দিক থেকেও তারা উন্নত।

 

তাঁরা হলেন চীনের প্রথম প্রজন্মের আলপাইন স্কিইং চিকিত্সক।

আলপাইন স্কিইং, উঁচু পাহাড় থেকে নিচে স্কি করে নামা এক ধরনের চরম উত্তেজনাপূর্ণ খেলা। খেলোয়াড়ের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে। খেলোয়াড়ের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে ১৫ শতাংশ খেলোয়াড় আহত হয়। এটি হল সব ধরনের তুষার প্রতিযোগিতার মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ খেলা। আর শীতকালীন অলিম্পিক গেমসের চিকিত্সা নিশ্চয়তায়, আলপাইন স্কিইংয়ের উদ্ধার ও ত্রাণ কাজ সবচেয়ে কঠিন। যখন খেলোয়াড় আহত হন, উদ্ধারের সময় মাত্র ৪ মিনিট। ডাক্তারের উচিত ৪ মিনিটের মধ্যে আহতদের কাছে পৌঁছে যাওয়া, এবং আহতের অবস্থা যাচাই করে জরুরি চিকিত্সার ব্যবস্থা নেওয়া। উদ্ধারের সময় তাঁদের শরীরে দশ কেজি ওজনের জরুরি চিকিত্সাসামগ্রী থাকে। এসব সহ ভালোভাবে স্কি করতে বিশেষ কৌশল লাগে। আর রেফারি ‘খেলোয়াড়ের রওনা বন্ধ করা’ এবং ‘স্কি ট্র্যাক বন্ধ করার’ নির্দেশ দেওয়ার পর উদ্ধারকর্মীদের জন্য মাত্র ১ মিনিট সময় হাতে থাকে।

 

স্কি ট্র্যাকে উদ্ধার করা অন্যান্য অবস্থার উদ্ধারের সঙ্গে পার্থক্য অনেক বেশি। এর আগে চীনের তুষার খেলা প্রতিযোগিতার চিকিত্সা নিশ্চয়তা কাজ করে টহল দল। পেশাদার চিকিত্সক খুবই কম। ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জন্য বেইজিং অলিম্পিক গেমস সাংগঠনিক কমিশন শতাধিক স্কি ডাক্তার নির্বাচন করেছে। এর মাধ্যমে ২০১৮ সালে চীনের প্রথম স্কি ডাক্তারদল গঠিত হয়। এর মধ্যে আলপাইন স্কিইং ডাক্তার দলটি গঠন করেছেন চীনের বেশ কয়েকটি শ্রেষ্ঠ হাসপাতালের পেশাদার চিকিত্সকগণ।

 

ইউয়ান ছিয়াং বেইজিং জিসুই থান হাসপাতালের একজন চিকিত্সক। একজন যোগ্য আলপাইন স্কিইং ডাক্তার হওয়ার জন্য তিনি ও তাঁর সহকর্মীরা কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বলেন, প্রথমবার প্রশিক্ষণে ৪ কিলোমিটারের স্কি ট্র্যাকে তাঁর দুই ঘণ্টা সময় লাগে। তখন তিনি বুঝতে পারেন যে, একজন স্কি ডাক্তার হওয়া সহজ ব্যাপার নয়।

তিন বছরে ইউয়ান ছিয়াং বার বার স্কি প্রশিক্ষণে অংশ নেন। বার বার আহত হন। একবার তিনি গুরুতর আহত হয়ে চার মাস প্রশিক্ষণ থেকে দূরে থাকেন। মোবাইল ফোনের এপিপি’র তথ্য থেকে জানা যায়- তিনি তিন/চার বছরে ৪ হাজার কিলোমিটার স্কি করেছেন, প্রশিক্ষণের সময় ছিল দুই শতাধিক দিন।

 

শীতকালীন অলিম্পিক গেমসের জন্য ইউয়ান ছিয়াংসহ ৩৮জন স্কি ডাক্তার ও চিকিত্সক আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। প্রত্যেক স্কি ডাক্তারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, ৭০ ডিগ্রি আঙ্গলের ঢালে ভালোভাবে স্কি করার সময় আয়নার মত মসৃণ ট্র্যাকে ইচ্ছামতো থামা। পিকিং ইউনিভার্সিটি হসপিটাল অব স্টোমাটোলজি’র ডাক্তার ইয়াও না বলেন, আমরা চীনের প্রথম প্রজন্মের স্কি ডাক্তার, আশা করি- ভবিষ্যতে আরও বেশি স্কি ডাক্তার আমাদের কাজে যোগ দেবেন, চীনের তুষার ও বরফ খেলার জন্য কিছু করতে পারবেন।

 

আলপাইন স্কিইং ডাক্তারদের পেশাদারিত্বের ক্ষেত্র- উষ্ণ হাসপাতাল থেকে ঠান্ডা তুষার পাহাড়ে স্থানান্তরিত হয়। কিন্তু, তাদের কর্তব্য অভিন্ন। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মাধ্যমে চীনের আলপাইন স্কিইং ডাক্তাররা প্রথমবারের মতো সবার সামনে হাজির হন। নিশ্চয়ই তাদের উপস্থিতি দেশ-বিদেশের স্কি খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করবে।