লি ওয়েন
2022-02-08 11:11:02

লি ওয়েন বা কোকো লি ১৯৭৫ সালের ১৭ জানুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষা পপ সঙ্গীতমহলের জনপ্রিয় গায়িকা এবং টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রী। ১৯৯৩ সালে তিনি হংকংয়ের টিভিবি’র আয়োজিত এক গাএর প্রতিযোগিতায় রানার-আপ হয়ে শোবিজ জগতে প্রবেশ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম একক অ্যালবাম “ভালোবাসা এখন” প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশিত হবার পর ১ লাখ ৩০ হাজার কপি বিক্রি হয়, যা নতুন শিল্পী হিসেবে একটি রেকর্ড। তার কণ্ঠের গান “আমি এখনও তোমার প্রেমিক” তাইওয়ানের সঙ্গীত জগতে নতুন মার্কিন স্টাইল সৃষ্টি করে।

 

১৯৯৬ সালে কোকো সনি মিউজিক এন্টারটেইনমেন্ট (তাইওয়ান) লিমিটেডে যোগ দেন। একই বছর তাঁর অ্যালবাম “কোকো’র পার্টি” তাইওয়ান অঞ্চলে ৫ লাখ ৩০ হাজার কপি বিক্রি হয়। এটা তাঁর প্রথম ইংরেজি অ্যালবাম। এতে মোট ১০টি ইংরেজি গান অন্তর্ভুক্ত হয়। ১৯৯৭ সালে তিনি “প্রতিবার আমি তোমাকে ভাবি” নামক অ্যালবাম প্রকাশ করেন।

 

১৯৯৮ সালে কোকো’র প্রকাশিত অ্যালবাম “দি দা দি হিন্ট” এশিয়ায় ১৮ লাখ কপি বিক্রি হয়। একই বছর তিনি  “প্রতিফলন” নামক একটি গান গান। গানটি ডিজনি অ্যানিমেটেড সিনেমা “হুয়া মুলানে”র চীনা ভাষার থিম সং। 

 

“মুনলাইট লাভার্স” চলচ্চিত্র “ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন”-এর জন্য গাওয়া থিম সং। গানটি ২০০০ সালে প্রকাশিত হয়। আসলে গানের চীনা ও ইংরেজি দু’টো সংস্করণ আছে। চীনা মানুষ হিসেবে আমি আপনাদের চীনা সংস্করণ শোনাতে চাই, কিন্তু বিদেশি হিসেবে আমি মনে করি, ইংরেজি সংস্করণ আপনাদের শোনার জন্য সহজ হবে, তাইনা? তাহলে গানটির ইংরেজি সংস্করণ শোনাই। গানটির ইংরেজি নাম A Love Before Time বা “সময়ের আগের প্রেম”। 

 

 গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের কোকো’র আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘রৌদ্রজ্জ্বল দিন’। আশা করি, আপনাদের প্রতিদিন ‘রৌদ্রজ্জ্বল দিন’ হবে।  

(প্রেমা/)