স্পিড স্কেটার তেং লিং। দেশের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর এই স্কেটার। কিন্তু হঠাৎ করে বিশ্বকাপের ফাইনালে দুঃস্বপ্নের মতো ইনজুরিতে পড়তে হয় তাকে। আর কোনো খেলায় অংশ নিতে পারবেনা তেং লিং ,ডাক্তার এমন ঘোষণা যেন আশার গুড়ে বালি হয়ে দাঁড়ায়। এমন একজন মানুষের অদম্য ইচ্ছাশক্তির সক্ষমতা ও সফলতার গল্প নিয়ে নির্মিত চীনা সিনেমা ‘আইস অ্যান্ড ফায়ার’। এ ব্যাপারে বেইজিং সহকর্মী লাবণ্য লিলির কাছ থেকে চলুন জেনে আসি বিস্তারিত।