#স্বর্ণার শেয়ার করা পোস্টারের ছবি# বাচ্চা হারিয়ে গেলে, জীবন কি আর থাকে!
2022-02-07 11:55:10

ফেব্রুয়ারি ৭: বাচ্চা হারিয়ে গেলে, বাবা-মায়ের জীবন কি আর থাকে? অনেকের জন্য এমন কথা ভাবাই অসম্ভব। তবে অনেক চলচ্চিত্রে এমন গল্প বলা হয়েছে।

যেমন, চীনের ‘সো লাং, মায় সান’ আর যুক্তরাষ্ট্রের ‘ম্যানচেস্টার বায় দ্য সি’। পোস্টার থেকে বোঝা যায়- দু’টি চলচ্চিত্র এ বিষয়ে কেমন উল্টো কথা বলতে চায়। একটাতে বলা হয়েছে: হৃদয় ভেঙে গেলে কোনদিন জোড়া লাগে না। আরেকটাতে বলা হয়: যদি ভাঙা হৃদয় জোড়া দেওয়া না যায়- তাহলে কীভাবে সামনে আগাবে? 

হারিয়ে যাওয়া জীবনের বেড়ে ওঠা এবং অজেয় কষ্টের কাছ থেকে শেখা- কঠিন কাজ। কিছু ক্ষত হয়তো কোনদিন শুকায় না। আশা করি, তা জীবনের জন্য নতুন শক্তি হয়ে উঠবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)