‘ভালোবাসার অসুস্থতা’
2022-02-07 16:06:02

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত নারী কন্ঠশিল্পী মাও আ মিনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। মাও আ মিন তার গভীর ও শক্তিশালী কণ্ঠের জন্য সুপরিচিত। তিনি গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনের অন্যতম জনপ্রিয় গায়িকা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা শুনবো মাও আ মিনের ‘ভালোবাসার অসুস্থতা’ শীর্ষক গান। ১৯৮৭ সালে প্রকাশিত হয় এ গান। গানটি অসুস্থ মায়ের যত্ন নেওয়া এক মেয়ের সত্যি কাহিনী অনুসারে রচিত। বন্ধুরা, চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলন মাও আ মিনের কন্ঠ ‘ভালোবাসার অসুস্থতা’ শীর্ষক গান। মাও আ মিন ১৯৬৩ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। তবে, সংগীতে প্রশিক্ষণ নেওয়ার কোনো সুযোগ তার ছিল না। পরে মাও আ মিন কারখানায় কাজ করার পাশাপাশি বিভিন্ন জায়গায় পারফর্ম করা শুরু করেন এবং পরে নানচিং গান ও নৃত্যদলে যোগ দেন। ১৯৮৬ সালে মাও আ মিন তার প্রথম অ্যালবাম ‘পথ-হারানো মেয়ে’ প্রকাশ করেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মাও আ মিনের কন্ঠে ‘একই সংগীত’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মাও আ মিন’র কন্ঠে ‘একই সংগীত’ শীর্ষক গান। বৈশিষ্ট্যময় কণ্ঠ ও পরিপক্ব স্টাইলের পারফরমেন্সের জন্য মাও আ মিন চীনের কেন্দ্রীয় টিভি স্টেশনের বিশেষ গায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে মাও আ মিন চীনের জাতীয় তরুণ গায়ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। তার গানের প্রশংসা করেছেন চীনের বিখ্যাত সুরকার কু চিয়ান ফেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মাও আ মিনের কণ্ঠে ‘প্রত্যাশ্যা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন মাও আ মিনের কন্ঠে ‘প্রত্যাশ্যা’ শীর্ষক গান। ১৯৮৮ সালে মাও আ মিন চীনের সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান-বসন্ত উত্সবের গালায় অংশ নেন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরম্যান্স সবার দৃষ্টি আকর্ষণ করে। তার গান ‘মিস’ দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে; তিনি দ্রুত দেশের সবচেয়ে জনপ্রিয় গায়িকা হয়ে ওঠেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মাও আ মিনের কন্ঠে ‘ইতিহাসের আকাশ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, আপনারা শুনছিলেন মাও আ মিনের কন্ঠে ‘ইতিহাসের আকাশ’ শীর্ষক গান। গান গাওয়ার পাশাপাশি মাও আ মিন কিছু চলচ্চিত্রে চমত্কার অভিনয় করেছেন। ১৯৮৯ সালে তিনি চীনের জাতীয় গান ও নৃত্যদলে যোগ দেন এবং প্রধান গায়কের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে অ্যালবাম ‘কাঁদার আগে’ প্রকাশ করেন মাও আ মিন। অ্যালবামটি বার্ষিক ‘গোল্ডেন সুর’ অ্যাওয়ার্ড লাভ করে। একই বছর তিনি একাদশ এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন এবং এর থিম সং ‘আজকের তারকাময় রাত’ পরিবেশন করেন। বন্ধুরা, এখন শুনুন তাঁর কন্ঠে ‘বিশ্বাল আকাশ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।  

বন্ধুরা, আপনারা শুনছিলেন মাও আ মিনের কন্ঠে ‘বিশ্বাল আকাশ’ শীর্ষক গান। ১৯৯১ সালে মাও আ মিন একটি জনপ্রিয় টিভি নাটকের জন্য থিম সং ‘পিপাসা’ গেয়েছেন। গানটি দ্রুত জনপ্রিয় হয় এবং বার্ষিক গোল্ডেন সুর অ্যাওয়ার্ড জয় করে। এরপর তিনি বিভিন্ন টিভি সিরিজের থিম সংয়ে কন্ঠ দিয়েছেন; এসব গানে চীনা মানুষের জীবন প্রতিফলিত হয়েছে। গানের মাধ্যমে তিনি জনগণের প্রিয় গায়িকার স্থান দখল করে নেন। বন্ধুরা, এখন শোনাবো মাও আ মিনের কন্ঠে ‘মোমবাতির আলোয় মা’ শীর্ষক গান। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)