সহজ চীনা ভাষা—‘পু সুয়ান চি—পাম ফুলের প্রশংসা’
2022-02-07 14:38:03



বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘পু সুয়ান চি—পাম ফুলের প্রশংসা’।বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে চীনের বিখ্যাত কবি লু ইয়ো রচিত একটি কবিতা। লু ইয়ো হলেন চীনের সোং রাজবংশের সাহিত্যিক, ইতিহাসবিদ ও দেশপ্রেমিক কবি। সাধারণ মানুষের জীবনকে তিনি অনেক গুরুত্ব দিতেন। তিনি সরকার পরিচালনা, আইন প্রয়োগ ও সামরিক কাজের উন্নয়নে অনেক কার্যকর প্রস্তাব দেন। দেশ রক্ষায় তিনি বাহিনীতেও যোগ দেন। বলা যায়, তিনি সারা জীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। লু ইয়োর কবিতা অনেক বিখ্যাত, তাঁর কবিতার বিষয়বস্তুও বেশ বিচিত্র। সোং রাজবংশ আমলে সমাজ জীবনের প্রায় সব খাত নিয়ে তাঁর কবিতা রয়েছে।

আজকের পাঠ হলো পাম ফুল সম্পর্কিত একটি কবিতা। পাম ফুলের উত্স চীনের দক্ষিণাঞ্চল। সাধারণ ফুলের মত উষ্ণ বসন্তকাল বা গ্রীষ্মকালে ফোটা ফুল নয়। এটি সাধারণত ঠান্ডা শীতকালে ফোটে, আর সুগন্ধ পাওয়া যায়। এজন্য চীনা সংস্কৃতিতে পাম ফুল উন্নতমনা ও সুরুচিপূর্ণ চরিত্রের প্রতীক। অনেক চীনা কবি কবিতায় পাম ফুলের প্রশংসা করেছেন। এই কবিতায় লি ইয়ো লিখেন: ভাঙ্গা সেতুর পাশে একটি পাম গাছ আছে। ভীষণ বাতাস ও বৃষ্টিতে সুন্দর ফুল ফোটে।  তা এত সুন্দর যে- অন্যান্য ফুল তার সৌন্দর্যের হিংসা করে। ফুল মাটিতে পড়ে কাদায় পরিণত হলেও এর সুগন্ধ পাওয়া যায়। এমন পাম ফুলের প্রশংসা করতে মন চায়।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

梅花 méi huā পাম ফুল 梅花开了méi huā kāi le পাম ফুল ফুটেছে 花开花落huā kāi  huā luò ফুল ফোটা ও ঝরে পড়া

咏 yǒng প্রশংসা 歌咏 gē yǒng প্রশংসা 咏梅yǒng méi পাম ফুলের প্রশংসা 咏雪 yǒng xuě তুষারের প্রশংসা 

象征 xiàng zhēng প্রতীক 金色象征着财富 jīn sèxiàng zhēng zhe cái fù সোনালি রঙ সম্পদের প্রতীক 在中国文化中梅花是君子的象征 zài zhōng guó  wén huà zhōng méi huā shì jūn zǐ de xiàng  zhēng চীনা সংস্কৃতিতে পাম ফুল ভদ্রলোকের প্রতীক

嫉妒 jí dù হিংসা করা 嫉妒别人的生活 jí  dùbié  rén de sheng huó অন্যের জীবনকে হিংসা করা 嫉妒会带来痛苦和仇恨jí dù huì dài lái tòng kǔ hé chóu hèn হিংসা- ব্যথা ও ঘৃণা নিয়ে আসে।