ফেব্রুয়ারি ৭: ২০২১ সালে চীনা অর্থনীতির উচ্চ মানের উন্নয়নে নতুন সাফল্য অর্জিত হয়েছে। ২০২২ সালে চীনের সামষ্টিক অর্থনীতি কেমন হবে? আজকের অনুষ্ঠানে এ বিষয়ে আমি চীনা বিশেষজ্ঞদের মন্তব্য আলোচনা করবো।
২০২২ সালে চীনের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট নানা ব্যবস্থা নেওয়া হবে। চীনা অর্থনীতির উচ্চ মানের উন্নয়নের পাশাপাশি রিয়েল এস্টেট বাজারে অব্যাহতভাবে সুষ্ঠু উন্নয়ন হবে।
চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান লিউ ইউয়ান ছুন বলেন, বেকারত্বের হার অব্যাহতভাবে হ্রাস পাচ্ছে; মূলত স্থিতিশীল মূল্য স্তর, স্থির ও ক্রম হ্রাসমান ম্যাক্রো লিভারেজ অনুপাত, নানা রকম প্রযুক্তিগত উদ্ভাবন, ক্রমাগত আন্তর্জাতিক প্রতিযোগিতার উন্নয়ন হচ্ছে। এসব কারণে চীনা অর্থনীতি প্রবৃদ্ধির সুপ্তশক্তি অব্যাহতভাবে জোরালো হচ্ছে। ২০২২ সালে চীনের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাবে।
চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কোর্পোরেশন লিমিটেড (সিআইসিসি)-এর প্রধান অর্থনীতিবিদ ফেং ওয়েন শেং বলেন, মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সময় চীনা অর্থনীতি উন্নয়নের সুপ্তশক্তি রয়েছে। বর্তমানে চীনা অর্থনীতি উন্নয়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
জেডি গোষ্ঠীর প্রধান অর্থনীতিবিদ শেং চিয়া কুয়ান বলেন, ২০২১ সালে চীনা অর্থনীতি গত বছরের তুলনায় ৮.১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এতে চীনা অর্থনীতির বিরাট উন্নয়নের সুপ্তশক্তি ও দৃঢ়তা প্রতিফলিত হচ্ছে। ২০২২ সালে রপ্তানি, বিদেশি বিনিয়োগ, সবুজ বিনিয়োগ, উচ্চ মানের বিনিয়োগ ও ডিজিটাল অর্থনীতির অব্যাহত উন্নয়ন- চীনা অর্থনীতির উচ্চ মান উন্নয়নের দৃঢ় সমর্থক।
এ অবস্থায় স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য আরও নতুন ব্যবস্থা নেবে চীন।
ফেং ওয়েন শেং বলেন, মুদ্রাব্যবস্থা মূলত অর্থনৈতিক কর্মক্ষমতা অনুযায়ী নমনীয় হতে পারে। আরও আমানত রিজার্ভের অনুপাত ও মুদ্রার হার কমানোর সুযোগ আছে। ঐতিহ্যবাহী অবকাঠামো ছাড়াও সবুজ বিনিয়োগ, কর ও খরচ হ্রাস এবং পেমেন্ট স্থানান্তরের ওপর গুরুত্ব দেওয়া হবে।
চীনে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।
ফেং ওয়েন শেং বলেন, চীন উচ্চ মানের উন্নয়ন এবং শিল্প ও ভোগ আপগ্রেডে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। চীনের উত্পাদিত শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তনের ক্ষেত্রে অব্যাহতভাবে মাঝারি ও নিম্ন মূল্য সংযোজন শিল্প থেকে মাঝারি ও উচ্চ মূল্য সংযোজন শিল্পে রূপান্তরিত হবে। অভিন্ন সমৃদ্ধির কাঠামোতে চীনা নাগরিকদের আয় আরও বাড়ছে। গ্রামীণ পুনরুজ্জীবন ও ভোগ আপগ্রেডের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
শেং চিয়া কুয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মানের প্রযুক্তি শিল্পে বিনিয়োগ সুষ্ঠুভাবে উন্নীত হচ্ছে। ৫জি বেস স্টেশন নির্মাণ, ইউএইচভি, শহরের মধ্যে রেলপথ ও শহরে রেল পরিবহন, নতুন জ্বালানি সম্পদ গাড়ির চার্জিং পাইল, বিগডেটা কেন্দ্র, কৃত্রিম বুদ্ধিমান ও শিল্পের ওয়েবসাইটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ জোরদার হচ্ছে।
চীনের রিয়েল এস্টেট বাজার সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে।
লিউ ছুন ইউয়ান বলেন, ২০২২ সালে ধারাবাহিক ব্যবস্থায় চীনের রিয়েল এস্টেট খাত স্থিতিশীল হবে। স্থায়ী ব্যবস্থার ভিত্তিতে চীনা রিয়েল এস্টেট বাজার অবশ্যই সুষ্ঠুভাবে উন্নতি হবে।
চীনের পুঁজিবাজার উন্নয়নের সুযোগ ও চ্যালেঞ্জ সম্মুখীন হবে।
ফেং বলেন, ২০২২ সালে চীনের পুঁজি বাজারে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি আসবে। চীনের প্রবৃদ্ধি স্থিতিশীলতার নীতি আরও জোরদার হবে। শেয়ার বাজারের সার্বিক মূল্যায়ন বেশি নয়। পাশাপাশি পুঁজি বাজার সংস্কার ও উন্মুক্তকরণের আওতায় নাগরিকদের পারিবারিক পুঁজির হার বৃদ্ধি পাবে। এটি পুঁজি বাজারের সুষ্ঠু উন্নয়নের জন্য অনুকূল।
(ছাই/তৌহিদ)