রোববারের আলাপন-বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধন
2022-02-06 19:48:41

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।


প্রিয় বন্ধুরা, গত শুক্রবার সন্ধ্যায়, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং তাতে অংশগ্রহণ করে শীতকালীন অলিম্পিক গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 


চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ সিপিসি ও দেশের শীর্ষ নেতৃবৃন্দ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তাতে অংশগ্রহণ করেন।


বন্ধুরা, আমজ আজ এ বিষয়ে আপনাদের সাথে আলাপ করব, কেমন?


শুক্রবার সন্ধ্যা ৮টায় বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জাকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। তার ১৭ মিনিটের মাথায় বিভিন্ন দেশের খেলোয়াড়গণ স্টেডিয়ামে প্রবেশ শুরু করেন। আধুনিক অলিম্পিক ক্রীড়ার জন্মস্থান গ্রীসের প্রতিনিধি দল প্রথমে স্টেডিয়ামে প্রবেশ করে। পরবর্তী শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক ইতালির প্রতিনিধি দল ও এবারের শীতকালীন অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ তথা চীনের প্রতিনিধি দল সবার শেষে স্টেডিয়ামে প্রবেশ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালি ও হর্ষধ্বনিতে খেলোয়াড়দের স্বাগত জানিয়েছেন।


এবারের শীতকালীন অলিম্পিক গেমসে মোট ৯১টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। আগামি ১৬ দিনে, মোট প্রায় ৩,০০০ খেলোয়াড় প্রতিযোগিতা করবে। শীতকালীন অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৩৮৮ জন। তাদের মধ্যে খেলোয়াড় রয়েছেন ১৭৭জন। এবার শীতকালীন অলিম্পিক গেমসে চীন থেকে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় অংশ নিচ্ছে। 

            

উদ্বোধনী অনুষ্ঠানে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ছাই ছি ভাষণ দিয়েছেন। তিনি বলেন, চীনের চান্দ্র নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ ও অতিথিগণ বেইজিংয়ে মিলিত হয়েছেন, তাঁরা একযোগে শীতকালীন অলিম্পিক গেমসের মহান পুর্নমিলনকে প্রত্যক্ষ করেছেন।


তিনি বলেন, “প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দিকনির্দেশনায় এবং চীন সরকারের শক্তিশালী নেতৃত্বে, আমরা সবুজ, ভাগাভাগি, উন্মুক্ত ও পরিষ্কার অলিম্পিক গেমস আয়োজনের ধারণা বাস্তবায়ন করেছি।  আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে সহযোগিতা চালিয়ে মহামারীর প্রভাব মোকাবিলা করে সময় মতো বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করেছি”।

তিনি বলেন, “আমরা হাতে হাত রেখে সামনে এগিয়ে যাব, এবং একযোগে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের নতুন অধ্যায় রচনা করব”। 


আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ তাঁর ভাষণের শুরুতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি, চীন সরকার এবং চীনা জনগণকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, চীন শীতকালীন খেলাধুলায় অসাধারণ অর্জন নিশ্চিত করেছে। তা বৈশ্বিক শীতকালীন খেলাধুলার নতুন যুগ শুরু করেছে এবং বৈশ্বিক শীতকালীন খেলাধুলাকে নতুন ধাপে নিয়ে গেছে। ফলে চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের শীতকালীন ক্রীড়াপ্রেমীরা উত্সাহিত হবে। 


তারপর সন্ধ্যায় ৯টা ৫১ মিনিটে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন ঘোষণা করেন।