আবৃত্তি এখনো স্বতন্ত্র শিল্পের মর্যাদা পায়নি: তাহসিন রেজা
2022-02-04 17:44:02

ছবি: তাহসিন রেজা

ছোটবেলায় আঁকাআঁকি ছিল তার আগ্রহের বিষয়। মা-খালার উৎসাহে আবৃত্তিতেও হাতেখড়ি ছেলেবেলাতেই। কাজী সব্যসাচীর আবৃত্তি শুনে বিস্ময় মানতেন! স্বপ্ন দেখতেন মস্তবড় আবৃত্তিশিল্পী হওয়ার।

প্রকৃতপ্রস্তাবে তার ছিল না কোনো গুরু। আবৃত্তি কাউকে শেখানো যায় বলেও মনে করেন না। প্রয়াত আবৃত্তি-তাত্ত্বিক তারিক সালাউদ্দিন মাহমুদের কাছ থেকে পেয়েছেন চিন্তার রসদ।

একক-যৌথ, এপার-ওপার বাংলা মিলিয়ে ৭টি ক্যাসেট-অ্যালবাম। কিন্তু এখনো নিজেকে মনে করেন আবৃত্তির শিক্ষার্থী। সামনে কাজ করবার ইচ্ছে নজরুল-জীবনান্দকে নিয়ে।

আবৃত্তি এখনো স্বতন্ত্র শিল্পের মর্যাদা পায়নি বলে দুঃখ তার। বলেন, ‘আমরা ঢাক-ঢোল পিটিয়ে খুব বলবার চেষ্টা করছি আবৃত্তি স্বতন্ত্র শিল্প। কিন্তু বিশেষ বিশেষ দিন ছাড়া আবৃত্তিকে কোনো জায়গায় সেভাবে সুযোগ দেওয়া হয় না’।

যান্ত্রিক সুযোগ-সুবিধা নিয়ে, কণ্ঠস্বর পাল্টে, অনলাইনের সুযোগ নিয়ে আবৃত্তিশিল্পী বনে যাওয়ার চেষ্টার বিরুদ্ধে তার ঘোরতর আপত্তি। আবৃত্তি নিয়ে ডামাডোলের মধ্যে প্রকৃত আবৃত্তিশিল্পীদে খুঁজে বার করা জরুরি বলেও মনে করেন তিনি।

সহজ বাহবার হাতছানিতে গা না ভাসিয়ে নবীন শিল্পীদের বললেন আবৃত্তিকে ভালোবাসতে, আবৃত্তির কাছে আত্মসমর্পন করতে- তবেই একদিন ধরা দেবে প্রকৃত সাফল্য!

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট আবৃত্তিশিল্পী তাহসিন রেজা জানালেন তার আবৃত্তিভাবনা সম্পর্কে। শুনিয়েছেন অমর একুশে আর স্বাধীনতার কিছু অনবদ্য কবিতা।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।