ফেব্রুয়ারি ৩: ‘স্বেচ্ছাসেবক হিসেবে অলিম্পিক গেমসে কাজ করা আমার একটি স্বপ্ন। আমি আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে সেতুবন্ধন হবার চেষ্টা করি।’ সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক ইউক্রেনের মেয়ে নিকা চায়না মিডিয়াম গ্রুপ (সিএমজি)-র সাংবাদিককে এ কথা বলেন।
নিকার চীনা নাম লিসিয়া। তিনি চীনে নয় বছর ধরে বাস করছেন। চীনের দ্রুত উন্নয়ন ও সুবিধার জন্য তিনি চীন ছাড়তে নারাজ।
আসলে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীর সংখ্যা ছিল অনেক বেশি। ২০১৯ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ শুরুর পর মাত্র চার দিনে ৪ লাখ ৬০ হাজার আগ্রহী সাইন আপ করেন। এটি হলো চীনের ‘উন্মুক্ত অলিম্পিক’ ধারণার ফল; উন্মুক্ত চীনের আকর্ষণের প্রতিক্রিয়া।
২০১৫ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জন করার পর থেকেই চীন বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ও অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে উন্মুক্ত মনমানসিকতা নিয়ে প্রস্তুতিমূলক কাজ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোয় বেইজিং শীতকালীন অলিম্পিক সাংগঠনিক কমিটি ৩৭ জন বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে এবং প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণের জন্য ২০৭ জন বিদেশি পেশাদার ও প্রযুক্তিবিদকে নিয়োগ দেয়।
আন্তর্জাতিক স্কি ফেডারেশনের (এফআইসি) আলপাইন স্কিইং কমিশনের চেয়ারম্যান বার্নহার্ড রুসি হলেন প্রথম নিয়োগপ্রাপ্ত বিদেশি বিশেষজ্ঞ। বিগত সাত বছর ধরে তিনি কাজ করছেন। তিনি নিয়মিত ট্র্যাক পরিদর্শন করেন, বিভিন্ন নকশা প্রণয়ন করেন, ক্যাবল কার নির্মাণ নিয়ে আলোচনা করেন এবং ট্র্যাকের নির্মাণ ও নকশায় অংশ নেন।
আরেকজন বিশেষজ্ঞ হলেন দক্ষিণ কোরিয়ার জং ডু-হোয়ান। তাঁর আলপাইন স্কিইং ইভেন্টগুলির সাইট পরিচালনার অভিজ্ঞতা আছে। তিনি বলেন, “চীনের ‘উন্মুক্ত অলিম্পিক’ ধারণা আমার জন্য মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে।”
এদিকে স্টেডিয়ামের নির্মাণ, তুষার তৈরী, প্রতিযোগিতা আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্রে চীন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা চালিয়ে ধারাবাহিক যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে এবং সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রীড়া যোগাযোগ ত্বরান্বিত করেছে।
মার্কিন স্নোবোর্ডার শন হোয়াইট নিজেকে ‘চীনের কট্টর ভক্ত’ বলে দাবি করেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন: ‘চিয়ার্স: আমরা চীনে যাচ্ছি!’ পাকিস্তানের বিশেষজ্ঞ শাকর আহমেদ রামায় সম্প্রতি প্রকাশিত এক প্রবন্ধে বলেন, সার্বিক উন্মুক্তকরণ নিশ্চিত করার জন্য চীন অলিম্পিকে আন্তর্জাতিক সমাজের সার্বিক অংশগ্রহণের নতুন কাঠামো গড়ে তুলেছে।
চীনের ‘শীতকালীন ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২৫)’ অনুযায়ী, ২০২৫ সালে চীনের শীতকালীন ক্রীড়া শিল্পের পরিমাণ হবে এক ট্রলিয়ন ইউয়ান আরএমবি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে।
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের একটি প্রতিযোগিতা এলাকা চাংচিয়াখৌ শহর। ২০২১ সাল পর্যন্ত শহরটি মোট ৫৪টি বরফ ও তুষার সরঞ্জাম গবেষণা ও উত্পাদন প্রকল্পে স্বাক্ষর করেছে। ফ্রান্সের এমএনডি ক্যাবল, সুইস বিএমএফ রোপওয়ে ও ইতালীয় স্কাই আইস স্নো মেশিনসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত্ প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ সম্প্রতি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশ্বের জন্য সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যাবে। চীনের ’শীতকালীন ক্রীড়ায় ৩০ কোটি মানুষের সংযুক্তি’র পরিকল্পনা ও এর বাস্তবায়ন বিশ্বকে বরফ ও তুষার ক্রীড়ার নতুন যুগে প্রবেশ করাবে। (ছাই/আলিম/স্বর্ণা)