বেইজিং অলিম্পিকের নিরাপত্তাব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রাখা যায়: সিএমজি সম্পাদকীয়
2022-02-03 16:07:49

ফেব্রুয়ারি ৩: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস হবে সর্বকালের সবচেয়ে নিরাপদ অলিম্পিক গেমস। সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের চিকিত্সা গ্রুপের প্রধান রবার্ট ম্যাকক্লোস্কি এ কথা বলেন। তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রাখা যায়।

কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে পড়ছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস হলো কোভিড মহামারীর মধ্যে সময়মতো আয়োজিত প্রথম বহুমুখী বৈশ্বিক ক্রীড়া অনুষ্ঠান। সেজন্য মহামারীর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটি এবং বেইজিং অলিম্পিক সাংগঠনিক কমিটির চাহিদা মোতাবেক, বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আর এর উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা।

তবে, কিছু পশ্চিমা গণমাধ্যম চীনের প্রচেষ্টাকে ‘অতি কঠোর’ বলে আখ্যায়িত করছে। তারা আসলে শীতকালীন অলিম্পিক গেমসের পরিবেশ নষ্ট করতে চায়। কিন্তু, তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। অলিম্পিকে অংশগ্রহণকারীরা কী বলছে ও ভাবছে, সেটাই বড় কথা।

মার্কিন শর্ট ট্র্যাক স্পিড স্কেটার মামে বিনি সম্প্রতি বলেছেন, ‘আমার মনে হয়, বেইজিং অনেক নিরাপদ। কারণ, অনেক কর্মী আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করছেন।’

জার্মান প্রতিনিধিদলের প্রধান বলেন, ‘আমরা বেইজিংয়ে এক সপ্তাহ হলো এসেছি। আমার মনে হয়, জায়গাটা অনেক নিরাপদ।’

বস্তুত, নিরাপত্তা হলো চমত্কার অলিম্পিক গেমসের পূর্বশর্ত। মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৩০ জনেরও বেশি নেতা বেইজিংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এটি হবে চীনের মহামারীবিরোধী লড়াইয়ে অর্জিত সাফল্যের স্বীকৃতিস্বরূপ। (ছাই/আলিম/স্বর্ণা)