আজকের টপিক: বসন্ত উত্সব
2022-02-03 18:17:47

ফেব্রুয়ারি ২: ‘পরিবারের কল্যাণ করুন, দেশের সেবা করুন’। বসন্ত উত্সব হচ্ছে কল্যাণের উত্সব। আপনি যদি সবচেয়ে আন্তরিকভাবে দেশ ও দশের কল্যাণ করতে চান, তবে তার প্রকাশ হতে হবে সহজ ভাষায়। বসন্ত উত্সবে তাই চীনারা সহজ ভাষায় প্রিয়জনের, দেশের কল্যাণ কামনা করে।

পরিবার ও দেশের প্রতি ভালোবাসা চীনা জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। বসন্ত উত্সব চীনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব। এ উত্সব দেশ ও পরিবারের প্রতি চীনাদের অনুভূতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। প্রতিবছর বসন্ত উত্সবের সময় চীনাদের বাড়িমুখী যাত্রা এক মহাকাব্যিক পরিবেশ সৃষ্টি করে।

কথায় বলে, ‘পৃথিবীর ভিত দেশে, দেশের ভিত গৃহে, আর পরিবারের ভিত দেহে’। চীনের সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে ব্যক্তি, পরিবার ও দেশ অবিচ্ছেদ্য। ঐতিহাসিক অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, চীনা সভ্যতা একটি নিরবচ্ছিন্ন সভ্যতায় পরিণত হতে পেরেছে এই অনুভূতির কারণে।

প্রাচীনকাল থেকেই চীনাদের কাছে পরিবার গুরুত্বপূর্ণ। পরিবার যেন একটি ছোট দেশ। এমন লক্ষ লক্ষ পরিবার মিলেই বড় দেশ। পরিবারের যখন শান্তি ও সমৃদ্ধি থাকে, তখন দেশেও শান্তি ও সমৃদ্ধি অর্জিত হয়।

আবার যখন প্রয়োজন হয়েছে, দেশের স্বার্থে চীনের বিপ্লবী পূর্বপুরুষরা ‘বিপ্লবে অংশগ্রহণ’-কেই জীবনের লক্ষ্য বানাতে কার্পণ্য করেননি। তারা বিপ্লবকেই নিজেদের পরিবার মনে করতেন। এই আবেগ নিয়েই তারা বিপ্লব করেছেন ও স্বাধীন দেশ উপহার দিয়েছেন।

যখন গণপ্রজাতন্ত্রী চীন সবেমাত্র প্রতিষ্ঠিত হয়, তখনও চীনা বীরেরা ‘পরিবার ও দেশকে রক্ষা করতে’ মরিয়া হয়ে কাজ করেছেন। সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়ায় এবং নতুন যুগে নতুন যাত্রায়, জনগণকে একটি সুন্দর স্বদেশ গড়ার পথে পরিচালিত করেছেন তারা; চীনা জাতির মহান পুনর্জাগরণের স্বপ্ন দেখিয়েছেন ও সে স্বপ্ন বাস্তবায়নের পথও দেখিয়েছেন।

কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে চীনের ১৪০ কোটি মানুষ বরাবর ঐক্যবদ্ধ থেকেছে। আর এই ঐক্যই চীনকে এসব লড়াইয়ে সফল হতে এবং সামনে এগিয়ে যেতে প্রয়োজনীয় প্রাণশক্তি যুগিয়েছে। চীন যেন ১৪০ কোটি মানুষের এক বিশাল পরিবার।

পরিবারের ভাগ্য দেশ ও জাতির ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে কেন্দ্র করে, সিপিসির কেন্দ্রীয় কমিটি পারিবারিক সভ্যতা নির্মাণের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে এবং হাজার হাজার পরিবারকে জাতীয় উন্নয়নের  জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছে।

পরিবার ও দেশের প্রতি ভালোবাসার অনুভূতি হলো বসন্ত উত্সবের মূল কথা। চীনারা এসময় দরজায় শুভকামনা লিখিত কাগজ ঝুলায়, একে অপরকে সুন্দর সুন্দর বাক্যে স্বাগত জানায়, বড়রা ছোটদের জন্য শুভকামনার নিদর্শনস্বরূপ লাল খামে টাকা দেয়—এ সবই বসন্ত উত্সবের সংস্কৃতি। এ সংস্কৃতির মাধ্যমে ছোটরা পরিবারকে, দেশকে ভালোবাসতে শেখে। এভাবে এই ভালোবাসা ছড়িয়ে পড়ে চীনের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)