চীনে জনপ্রিয় হয়ে উঠছে শীতকালীন ক্রীড়া
2022-02-02 16:42:56

ফেব্রুয়ারি ২: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জনের পর চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো ‘বরফ ও তুষার ক্রীড়ার সাথে ৩০ কোটি মানুষের সংযুক্তি’র পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় যে, চীনের বরফ ও তুষার ক্রীড়া শিল্পকে ২০২৫ সাল নাগাদ চীনের জাতীয় ক্রীড়া শিল্পের পাঁচ ভাগের এক ভাগে উন্নীত করা হবে। সম্প্রতি বিভিন্ন বিদেশি গণমাধ্যম এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে।

জাপানের ‘আসাহি শিম্বুন’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, চীনের বরফ ও তুষার ক্রীড়া-বাজারের ওপর বিশ্বের মনোযোগ আকৃষ্ট হচ্ছে। ‘আসাহি শিম্বুন’ গত বছরের নভেম্বরে দক্ষিণ চীনে অবস্থিত কুয়াংচৌ শহরের একটি ইনডোর স্কি স্টেডিয়ামে কয়েকজন চীনার সাক্ষাত্কার নেন। খবরে বলা হয়, স্কি স্টেডিয়ামটি টোকিও’র বিশ্ববিখ্যাত স্টেডিয়াম টোকিও ডোমের (Tokyo Dome) চেয়েও খানিকটা বড়। এটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইনডোর স্কি স্টেডিয়াম। যদিও সাক্ষাত্কার নেওয়া হয়েছিল কর্মদিবসে, তবুও সেখানে রঙিন স্নোস্যুট পরে স্কিইংরত লোকের ভিড় ছিল দেখার মতো। স্কি স্টেডিয়ামের একজন কর্মকর্তা বলেন, ‘৩ থেকে ৪ হাজার মানুষ এসেছেন; সপ্তাহান্তে আরও বেশি মানুষ আসবে।’ খবরে চীনের ‘বরফ ও তুষার ক্রীড়ায় ৩০ কোটি লোককে সংযুক্ত করার’ পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। কুয়াংচৌ চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সেখানকার আবহাওয়া মূলত গরম। তারপরও এখানে বরফ ও তুষার ক্রীড়া অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

সম্প্রতি চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর শীতকালীন ক্রীড়া পরিচালনা কেন্দ্র একটি তদন্ত-প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বেইজিং সফলভাবে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জন করার পর, ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মোট ৩৪ কোটি ৬০ লাখ  চীনা মানুষ শীতকালীন ক্রীড়ায় অংশ নিচ্ছেন। পরিকল্পনার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, শীতকালীন ক্রীড়া উন্নয়নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পর্যটন শিল্প দ্রুত উন্নত হচ্ছে। কর্মসূচি অনুযায়ী, চীনের বরফ ও তুষার শিল্পের পরিমাণ হবে ১ ট্রিলিয়ান ইউয়ান।

ডয়েচে ভেলে’র ওয়েবসাইটও এ প্রতিবেদনের ওপর মনোযোগ দিয়েছে। ওয়েবসাইটটিতে প্রকাশিত এক খবরে বলা হয়, চীনা নাগরিকদের শীতকালীন ক্রীড়ায় অংশ নেয়ার হার ২৪.৫৬ শতাংশে দাঁড়িয়েছে। চীনের শীতকালীন ক্রীড়া শিল্পের পরিমাণ দেশটির ক্রীড়া শিল্পের পাঁচ ভাগের এক ভাগে উন্নীত হবে।

ডয়েচে ভেলে বেইজিংয়ের একটি স্কি স্টেডিয়ামের দায়িত্বশীল কর্মকর্তার সাক্ষাত্কার নিয়েছে। এ কর্মকর্তা জানান, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ কাজে লাগিয়ে, বেইজিংয়ের বিভিন্ন স্কি স্টেডিয়ামের অবকাঠামো আরও উন্নত হয়েছে। এমনকি স্কি স্টেডিয়ামগুলো মুনাফাও করছে। গত বছরের স্কি ঋতুতে এ স্কি স্টেডিয়ামগুলোতে স্কি ক্রীড়ায় অংশ নিয়েছেন ৪ লক্ষাধিক লোক।  

ডয়েচে ভেলে’র খবরে আরও বলা হয়, চীনের অনলাইন খুচরা বিক্রেতারাও শীতকালীন ক্রীড়ার ক্রেজ অনুভব করছেন। স্কি ক্রীড়ার সরঞ্জাম বিক্রি সম্প্রতি কয়েক গুণ হয়েছে।

২০১৫ সাল থেকে চীনে বিভিন্ন স্থানে কয়েক শ নতুন স্কি ও স্কেটিং ভ্যেনু নির্মিত হয়। এমনকি, চীনের সবচেয়ে দক্ষিণ প্রদেশ হাইনানে ইনডোর স্কি স্টেডিয়াম আছে।  

ডয়চে ভেলে’র খবরে বলা হয়, স্কিইং ও স্কেটিংয়ে আগ্রহী তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। চীন ভবিষ্যতে আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়ায় আরও সাফল্য পাবে। (ছাই/আলিম/স্বর্ণা)