কীভাবে পালিত হয় চীনা বসন্ত উত্সব?
2022-02-02 15:49:27

বসন্ত উত্সব। চীনা জাতির বৃহত্তম এই উত্সবটি টানা পনেরো দিন পালন করি আমরা। অবশ্যই প্রতিদিনের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রীতিনীতি। আজ (বুধবার) বসন্ত উত্সবের দ্বিতীয় দিন। সাধারণত এদিন বিবাহিত মেয়েরা স্বামী ও শিশুদের নিয়ে নিজেদের বাবা-মায়ের বাড়িতে বেড়াতে যান। এদিনকে জামাই দিবস বলে ডাকা হয়। আজকের অনুষ্ঠানে আমরা ছু এ্য বা বসন্ত উত্সবের দ্বিতীয় দিনের কথা বলবো।