‘সৌভাগ্য আসছে’
2022-02-01 10:08:07

বন্ধুরা, আজ চীনের চান্দ্রপঞ্জিকার অনুযায়ী ২০২২ সালের প্রথম দিন। মানে, আজ থেকেই চীনাদের জন্য শুরু হল নতুন বছর, যা একটি নতুন সূচনা। এ দিনটিকে চীনারা বসন্ত উত্সব হিসেবে পালন করে আসছে, যা চীনাদের সবচেয়ে বড় ও সবচেয়ে বৃহত্তম উত্সব। আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের বসন্ত উত্সবের শুভেচ্ছা সম্পর্কিত কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি, তা আপনাদের ভালো লাগবে।

 

প্রথমে শুনুন ‘আরো ভালো হয়’ শিরোনামে একটি গান, গেয়েছেন চীনের কণ্ঠশিল্পী সুং জু ইং। গানের কথাগুলো এমন: বাড়িঘর বড় হচ্ছে, ফোন ছোট হচ্ছে, অনুভূতি আরো ভালো হচ্ছে। ছুটি বেশি হচ্ছে, আয় বেশি হচ্ছে, কাজ ভালো হচ্ছে। আকাশ আরো নীল হচ্ছে, পানি আরো সুন্দর হচ্ছে, পরিবেশ আরো ভালো হচ্ছে। সব কিছু আরো ভালো হতে যাচ্ছে।

আচ্ছা, শুনুন এই শুভকামনার গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি শুভকামনার গান, গানের নাম ‘সৌভাগ্য আসছে’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জুহাই। গানের কথায় বলা হয়, সৌভাগ্য এসেছে, তোমাকে সৌভাগ্য অর্জনের জন্য শুভকামনা জানাই। সৌভাগ্য ভালোবাসা ও আনন্দ নিয়ে এসেছে। সৌভাগ্য এসেছে, আমাদের সৌভাগ্য এসেছে। তুমি পরিশ্রমী, তোমার জীবন সুন্দর, তুমি ভালো থাকো, বসন্তের আনন্দ ধরে রাখো। আশা করি, মাতৃভূমি প্রতিদিন সমৃদ্ধ হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবার শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম ‘ভালো মানুষের ভালো স্বপ্ন থাকে। গেয়েছেন চীনের কণ্ঠশিল্পী চুও ই থিং। গানের কথাগুলো এমন: মোমবাতির আলোয় তোমার হাসি, অনেক উষ্ণ, আমাকে মুগ্ধ করে। গতকালের দুঃখকে বিদায় জানাই। শুধু তুমি আমাকে বোঝো। আমি তোমার জন্য সব কিছু করতে চাই। কথা বলার দরকার নেই। এই অনুভূতি অতুলনীয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ‘আমার শুভকামনা তোমার মনে আছে?’ গানটি। গানের কথায় বলা হয়: তোমাকে আমি অনেক মিস করি। তোমাকে আমার বলার অনেক কিছু আছে। কঠিনতার সময় তোমার ভুলে যাওয়া যায় না, সবুজ পাতা সবসময় সুন্দর ফুলের কাছে থাকে। তোমার যাত্রা শুরু করার সেই শীতকালে তোমার ভবিষ্যতের শুভকামনা জানাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম ‘আনন্দের সঙ্গে বসন্ত উত্সব কাটানো।’ হ্যাঁ, চীনে এমন একটি কথা আছে: উত্সবের সময় বিশেষ করে জন্মস্থানের কথা খুব মিস করি। জন্মস্থান, বাসা, পরিবার, সবসময় মানুষের মনে উষ্ণতার প্রতিনিধিত্ব করে। তাই না? তাই বসন্ত উত্সব উপলক্ষ্যে আপনাদের জন্য এই সুন্দর গান।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল, অনুষ্ঠান শেষে আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি বসন্ত উত্সবের শুভেচ্ছা। আশা করি, নতুন বছর আমাদের সবার জীবন হবে সাফল্যে পরিপূর্ণ, আনন্দময় সুখী জীবন।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)