শীতকালীন ক্রীড়ার সঙ্গে যুক্ত চীনের ৩৪ কোটি মানুষ; প্রেসিডেন্টের প্রত্যাশা পুরণ
2022-01-31 19:10:26

জানুয়ারি ৩১: আর ক’দিন বাদেই শুরু হতে যাচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস। এরই মধ্যে চীনের ৩৪ কোটি মানুষ শীতকালীন ক্রীড়ার সঙ্গে সংযুক্ত হয়েছেন। এতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রত্যাশা পূরণ হয়েছে।

    চীনে আগে শীতকালীন ক্রীড়া সীমাবদ্ধ ছিল উত্তরাঞ্চলের শানহাইকুয়ানে। এ প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, শীতকালীন ক্রীড়াকে দেশব্যাপী ছড়িয়ে দিলে ২০ থেকে ৩০ কোটি মানুষ এতে সংযুক্ত হবে।

২০১৫ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পাওয়ার পর এ পর্যন্ত সারা চীনের ২৪.৫৬ শতাংশ মানুষ তথা ৩৪.৬ কোটি চীনা শীতকালীন ক্রীড়ার সঙ্গে সংযুক্ত হয়েছেন। তুষার ও বরফ ক্রীড়া এখন চীনের নতুন ফ্যাশন। (ইয়াং/আলিম/হাইমান)