শিক্ষার্থী তাসনোভা জেরিন হক এর সাক্ষাত্কার।
2022-01-30 18:53:12

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন শিক্ষার্থী তাসনোভা জেরিন হক। তিনি বর্তমানে  পিএইচডি কোর্সের ভর্তীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ২০২১ সালে চীনের Nanjing University of the Arts থেকে চীনা চিএকলার উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১ বছর চীনা ভাষা শিক্ষার পর ২০১৮ সালে ৩ বছরের মাস্টার্স ডিগ্রির পড়াশোনা শুরু করেন।তিনি চীনা অধ্যাপক এবং জনপ্রিয় শিল্পী খোং লিওছিং এর ছাএী ছিলেন এবং তাঁর সুপারভিশনে মাস্টার্স-এর থিসিস সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি সিএসসির শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিক্ষা বৃত্তি Chinese Government Scholarship লাভ করেন।তিনি অনেক ছোটকাল থেকে ছবি আঁকার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং ছোটকাল থেকে আজ অবধি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের চিএাংকন  প্রতিযোগিতায় মোট ২০টি পুরষ্কার অর্জন করেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বেশ কিছু চিএকর্ম আমেরিকার একটি আর্ট ম্যাগাজিনে এবং একই বছরের ডিসেম্বর মাসে তার ২টি চিএকর্ম লন্ডনের একটি আর্ট ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত British Council Test Center-এ আর্ট এবং ইংরেজী ভাষার শিক্ষিকা হিসেবে দেড় বছর চাকরী করার পর চীনের যাএা শুরু করেন। তিনি চীনকে অনেক ভালবাসেন এবং বিশেষ করে চীনা চিএকলার প্রতি তিনি বিশেষভাবে আগ্রহী।

তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।