জানুয়ারি ২৯: আর কিছুদিন পর বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে বেইজিং এই অধিকার লাভ করে। চীনের জন্য এটি ‘একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ল্যান্ডমার্ক ইভেন্ট’। চীনের সাধারণ সম্পাদক সি চিন পিং সবসময়ই এর প্রতি গভীর মনোযোগ ও উচ্চ গুরুত্বারোপ করেছেন।
“চীনা জনগণ অবশ্যই বেইজিংয়ে বিশ্বের জন্য একটি চমত্কার, অসাধারণ ও অসামান্য শীতকালীন অলিম্পিক গেমস প্রদর্শন করবে।” ২০১৫ সালের জুলাই মাসে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, ২০২২ শীতকালীন অলিম্পিক আয়োজনের জন্য চীনের আবেদনের মুহূর্তে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শক্তিশালী ভিডিও ও কণ্ঠ ভাসতে থাকে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ অবশেষে ‘বেইজিং’ নামটি উচ্চারণ করেন। সেই সঙ্গে, চীন প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক শিখাকে আলিঙ্গন করে। সেই মুহূর্ত স্মরণ করে, বাখ একবার আন্তরিকভাবে বলেছিলেন, বিশ্ব ‘অলিম্পিক গেমস তাদের হাতে তুলে দিয়েছে, যারা নিশ্চিন্ত থাকতে পারে।’
প্রতিশ্রুতি পূরণে চীন সবসময় ‘এক কথায় বিশ্বাসী এবং কাজে দৃঢ়প্রতিজ্ঞ’। সাধারণ সম্পাদক সি চিন পিং ‘সবুজ, বিনিময়, উন্মুক্তকরণ এবং পরিচ্ছন্ন’ অলিম্পিকের ধারণা পেশ করেন। তিনি বেইজিং শীতকালীন এবং শীতকালীন প্যারালিম্পিকের প্রস্তুতির বিষয়টি চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদন এবং ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার’ ‘প্রস্তাবে’ অন্তর্ভুক্ত করেন। তা ছাড়া, ‘ক্রীড়া খাতের শক্তিশালী দেশ’ নির্মাণ করা- ২০৩৫ সালের সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের দীর্ঘমেয়াদী লক্ষ্যে অন্তর্ভুক্ত করা হয়।
২০২১ সালের শেষ নাগাদ, বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রতিযোগিতার ভেন্যুগুলো প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রস্তুত করা হয়। তিনটি প্রধান শীতকালীন অলিম্পিক ভিলিজ, প্রধান মিডিয়া কেন্দ্রসহ অন্যান্য ভেন্যু ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। বেইজিং-ঝাংচিয়াখৌ হাই-স্পিড রেলওয়ে এবং বেইজিং-ছংলি এক্সপ্রেসওয়েসহ অবকাঠামো নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয় ও চালু করা হয়। অলিম্পিক গেমস প্রস্তুতির জন্য এই উত্তরপত্র, চীন ভালোভাবে ও সফলভাবে লিখেছে, যা সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের দৃঢ় মনোযোগ ও গুরুত্বের সঙ্গে জড়িত।
‘২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস’ আয়োজনের অধিকার পাওয়ার পর থেকে, চীনের সাধারণ সম্পাদক সি চিন পিং অলিম্পিক গেমসের প্রস্তুতি দেখতে পাঁচবার সাইট বা ভেন্যু পরিদর্শন করেন।
শীতকালীন অলিম্পিকের মশাল জ্বালানো চীনা বরফ ও তুষার ক্রীড়াবিদদের জন্য একটি বিরল সুযোগ। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি, প্রেসিডেন্ট সি চিন পিং ক্যাপিটাল স্টিল ও আয়রন পার্ক পরিদর্শন করে ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের সঙ্গে দেখা করেন। তখন তিনি বলেন, “বেইজিং শীতকালীন অলিম্পিকের সাথে, চীনের বরফ ও তুষার ক্রীড়া একটি বড় পদক্ষেপ। এটা বলা যায় যে, এটি শতাব্দীর বিরল সুযোগ। এই সুযোগে অনেক উচ্চ পর্যায়ের এবং চমত্কার ক্রীড়াবিদ আবির্ভূত হবে, তাই আমি আশা করি তোমরা এই সুযোগ কাজে লাগাতে পারবে।”
চীনের ভূমিতে, অলিম্পিক গেমস চীনের বরফ ও তুষার ক্রীড়ার মশাল জ্বলেছে এবং ‘বরফ’ ক্রীড়াকে আকর্ষণীয় খেলায় পরিণত করেছে।
অলিম্পিকের জন্য তিন বছরের বিডিং এবং ছয় বছরেরও বেশি সময় প্রস্তুতির পর বেইজিং শীতকালীন অলিম্পিকের যে চিত্র সাধারণ সম্পাদক সি চিন পিং তুলে ধরেছেন, তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, “আমরা অবশ্যই বেইজিং থেকে বিশ্বকে একটি চমত্কার, অসাধারণ ও অসামান্য শীতকালীন অলিম্পিক উপহার দিতে পারব। চীন প্রস্তুত, আসুন এক সাথে ভবিষ্যতের দিকে যাই।”
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)