সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’-য় আপনাদের স্বাগত জানাচ্ছি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। বেইজিং হতে যাচ্ছে বিশ্বের একমাত্র শহর, যেটি গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকের ভেন্যু। ২০০৮ সালে বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল। এবার আয়োজন করতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। এ এক অনন্য অর্জন। এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে? শীতকালীন অলিম্পিকে কী কী বিশিষ্ট ক্রীড়া ইভেন্ট থাছে? এসব বিষয় নিয়ে আলাপ করবো মোঃ আওরঙ্গজেবের সঙ্গে। তিনি বাংলাদেশের প্রাক্তন ক্রীড়াবিদ। বর্তমানে তিনি পিকিং স্পোর্টস ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে পিএইচডি অধ্যায়ন করছেন। তা ছাড়া তিনি কেএসএ সুইমিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালকও বটে। চলুন তাহলে, আলাপ করি তাঁর সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)