‘খুবই লজ্জিত’
2022-01-29 19:06:56

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চাং ছি’র পরিচয় দেবো। তিনি ১৯৮১ সালের ২২ জানুয়ারি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি রক সংগীতশিল্পী, অভিনেতা ও সংগীতজ্ঞ। ১৯৯৬ সালে তিনি সংগীত রচনা ও পরিবেশন শুরু করেন। ২০১৩ সালে তিনি দশম প্রধান গায়ক হিসেবে চীনের বিখ্যাত্ ব্যান্ড ব্ল্যাক প্যান্থারে যোগ দেন। প্রথমে শোনাবো ব্যান্ডটির গান ‘খুবই লজ্জিত’ শীর্ষক গান। গানটি ১৯৯২ সালে রিলিজ হয়। চাং ছি ২০১৩ সালে পুনরায় ব্যান্ডটির সঙ্গে গানটি গেয়েছেন। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্ল্যাক প্যান্থারে ব্যান্ডের সংগীত ‘খুবই লজ্জিত’। ২০১৩ সালে চাং ছি ব্ল্যাক প্যান্থারের প্রধান গায়ক হিসেবে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে ব্যান্ড ব্ল্যাক প্যান্থার আনহুই প্রদেশে আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সাল থেকে তিনি নিয়মিত টিভি শোতে অংশ নেওয়া শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমাকে বিরক্ত করো না’ শীর্ষক গান শানাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড ব্ল্যাক প্যান্থারের ‘আমাকে বিরক্ত করো না’ শীর্ষক গান। তাঁর ছোটবেলা থেকে সংগীতে আগ্রহ বেশি ছিল। পরে তিনি নাচ শিখতে শুরু করেন। মাইক্যাল জ্যাকসন হলেন তাঁর আইডল। মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন তিনি বেইজিং ডান্স একাডেমিতে নাইট ক্লাসে ভর্তি হন। ১৯৯৬ সালে পায়ে আঘাত পাওয়ায় চাং ছি নাচ ত্যাগ করেন। তখন থেকে তিনি গিটার শিখতে শুরু করেন। এখন আমি আপনাদেরকে ব্যান্ট ব্ল্যাক প্যান্থারের ‘Don't Break My Heart’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্ল্যাক প্যান্থারের ‘Don't Break My Heart’ শীর্ষক গান। ১৯৯৬ সাল থেকে চাং ছি বন্ধুদের সঙ্গে লোকসংগীত ও রক সংগীত বাজানো শুরু করেন এবং নিজে সুর রচনা করতে থাকেন। ১৯৯৭ সাল থেকে তিনি বেইজিংয়ের পাবে গান গাওয়া শুরু করেন। ১৯৯৮ সালে তিনি অন্য তিন জন তরুণকে সঙ্গে নিয়ে ফেই নামের একটি ব্যান্ড গড়ে তোলেন এবং নিয়মিত পাবে গান গেয়ে যান। এখন আমি আপনাদেরকে ব্যান্ড ব্ল্যাক প্যান্থারের ‘চোখ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ছি’র কন্ঠে ‘চোখ’ শীর্ষক গান। ২০০১ সালে ব্যান্ড ফেই চীনের বিখ্যাত্ চলচ্চিত্র পরিচালক লু ছুয়ান পরিচালিত চলচ্চিত্রের থিম সং রচনা করে এবং তাতে কন্ঠ দেয়। তখন থেকে তিনি চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯৬ সালে তিনি পাবে গান গাওয়ার সময় চীনের বিখ্যাত্ নারী কন্ঠশিল্পী ওয়েই ওয়েই’র সঙ্গে পরিচিত হন। এখন আমি আপনাদেরকে ব্ল্যাক প্যান্থারের ‘নিজের জন্য কাঁদতে ভয় লাগে’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্ল্যাক প্যান্থারের ‘নিজের জন্য কাঁদতে ভয় লাগে’ শীর্ষক গান। ব্ল্যাক প্যান্থার গত শতাব্দীর আশির দশকে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ব্যান্ডটির প্রধান গায়ক পরিবর্তন হয়েছে ছয় বার। চাং ছি হলেন ষষ্ঠ গায়ক। যদিও ব্ল্যাক প্যান্থার বর্তমানে খুবই কম নতুন গান প্রকাশ করছে, তবুও ব্যান্ডের গানগুলো ৩০ বছর ধরেই চীনে খুবই জনপ্রিয়। এমনকি এখনও জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘আমার কাছে এসো’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)