জমে উঠেছে বসন্ত উত্সবের কেনাকাটা
2022-01-28 17:16:31


চীনের বসন্ত উত্সব আসছে। গত কয়েকদিন উত্সবের কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত ছিলেন অনেকে। মহামারির কারণে অনেকে জন্মস্থানের পরিবর্তে কর্মস্থলে উত্সব পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাই অনেক শহরে মাংস, ডিম, সবজি ও ফলমূলসহ নানা প্রয়োজনীয় দ্রব্যের চাহিদাও অনেক বেড়েছে। উত্সবকে সামনে রেখে প্রয়োজনীয় দ্রব্যাদি সবাই বেশি করে কিনছে। ফলে বাজারে এখন বাড়তি চাপ। তবে দাম কেমন? তা জানতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি)এক সাংবাদিক চীনের বেশ কয়েকটি স্থানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে খোঁজ নিয়েছেন।

 

  শান তোং প্রদেশের শৌ কুয়াং তি লি কৃষি বাজারে সবাই লেনদেনে ব্যস্ত। দক্ষিণাঞ্চলের শাকসবজির উত্তরাঞ্চলে সরবরাহ ও লেনদেন অনেক বেড়েছে। তাজা শাকসবজির প্রতিদিনের বেচাকেনার পরিমাণ দশাধিক হাজার টনে দাঁড়িয়েছে। কুয়াং তোং প্রদেশ, ও ইয়ুন নান প্রদেশের সয়াবিন, ফু চিয়ান প্রদেশ ও হাই নান প্রদেশের নানা শাকসবজি সারা চীনে পাঠানো হয়।

 

 শুধু পাইকারি বাজার নয়, চিয়াং সু প্রদেশের ইয়ান ছেংয়ের একটি সুপারমার্কেটেও ভিড় দেখা গেছে। মহামারি প্রতিরোধ সুষ্ঠুভাবে চালানোর পাশাপাশি সবাই শৃঙ্খলার সঙ্গে কেনাকাটা করছে। বসন্তের উত্সবমুখর পরিবেশ উপভোগ করছেন সবাই।

 

 চীনের জাতীয় উন্নয়ন কমিশন জানিয়েছে, বর্তমানে সব জায়গায় খাদ্য, তেল, মাংস, ডিম, দুধ, ফলমূল ও শাকসবজিসহ নানা পণ্যের যথেষ্ঠ সরবরাহ রয়েছে। দামও মোটামুটি স্থিতিশীল আছে। ফলে বসন্ত উত্সব চলাকালে সবার চাহিদা মেটানো যাবে।

 

 মহামারি কবলিত অঞ্চলেও প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।  চীনের থিয়ান চিনে বৃহত্তম মুর্গী লালন শিল্পপ্রতিষ্ঠানে দেখা যায়, মহামারির প্রভাব কমাতে বর্তমানে এ শিল্পপ্রতিষ্ঠানের ১৪০ জন কর্মীদের সবাই প্রতিষ্ঠানেই থাকছেন এবং রুদ্ধদ্বার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থিয়ান চিন শহরের ডিম সরবরাহ কেন্দ্র বসন্ত উত্সবের চাহিদা মেটাতে গত মাস থেকে তারা ফিড ও মালামাল ক্রয় শুরু করেছে। পরিবহন নিশ্চিত করতে থিয়ান চিন শহরের বাণিজ্য ব্যুরো এ শিল্পপ্রতিষ্ঠানকে অনুমোদনপত্র প্রদান করেছে।

 

 বর্তমানে থিয়ান চিন শহরের ৩১৭টি মুর্গী লালন খামার স্থিতিশীলভাবে পরিচালিত হচ্ছে। প্রতিদিন বাজারে ১ কোটি ৪০ হাজারটি ডিম সরবরাহ করতে সক্ষম তারা। আন্তঃদেশীয় ই-কমার্সের পিক সিজন দেখা দিয়েছে। চীনের বসন্ত উত্সবকে সামনে রেখে বিশ্বব্যাপী ক্রয়-বিক্রয় ব্যাপক হারে বেড়েছে।

 

চীনের নিং বো শহর হচ্ছে চীনের প্রথম শহর, যেখানে আন্তঃদেশীয় ই-কমার্সের আমদানির পরিমাণ ১০ হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন ই-কমার্স শিল্পপ্রতিষ্ঠান উত্সবকে সামনে রেখে বাজারের জন্য প্রস্তুতি নিচ্ছে। নিং বোর একটি কর শুল্কাধীন এলাকায় অবস্থিত একটি স্টোরেজের কর্মীরা পণ্য বাছাই, ও প্যাকেজিং নিয়ে ব্যস্ত। তারা দ্রুত গ্রাহকদের কাছে পণ্য পৌঁছাতে চান।