প্রমোট করার নামে কিছু চ্যানেল শিল্পীদের ক্ষতি করছে: রোকাইয়া হাসিনা নীলি
2022-01-27 14:47:03

ছবি: রোকাইয়া হাসিনা নীলি।

দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক রোকাইয়া হাসিনা নীলি।

নিজস্ব গায়কি এবং শুদ্ধভাবে রবীন্দ্র সঙ্গীত গাওয়া্র জন্য তিনি শ্রোতাদের কাছে নন্দিত একজন শিল্পী। মূলতঃ রবীন্দ্রসংগীত শিল্পী হলেও তিনি অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং রজনীকান্তের গানও করেন। তাঁর কণ্ঠে সোনালী দিনের বাংলা গানও শ্রোতাদের মুগ্ধ করে।   

রোকাইয়া হাসিনা দীর্ঘদিন ছায়ানটে ও সরকারি সংগীত মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে বরেণ্য রবীন্দ্র ও গণসঙ্গীত শিল্পী প্রয়াত অজিত রায়ের গড়া সাংস্কৃতিক সংগঠন ‘অভ্যুদয়ে’র পরিচালক ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

আমন্ত্রিত শিল্পী হিসেবে উত্তর আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, সিংগাপুর, হংকং এবং ভারতের মুম্বাই ও পশ্চিমবঙ্গের কোলকাতায় গান পরিবেশন করেছেন এবং প্রশংসিত হয়েছেন।

শিল্পীর এ পর্যন্ত ছ’টি রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সোনালী দিনের বাংলা গানের একটি অ্যালবাম প্রকাশের অপেক্ষায় আছে।

রবীন্দ্রসংগীতে শ্রেষ্ঠ কন্ঠশিল্পী হিসেবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০০৮ লাভ করেন রোকাইয়া হাসিনা নীলি। এ ছাড়া স্বাধীনতা একাডেমী ফাউন্ডেশন রবীন্দ্র সংগীতে অবদানের জন্য ‘সম্মাননা ২০১৪’ আর ফকির আলমগীরের ঋষিজ শিল্পী গোষ্ঠীর ‘সম্মাননা ২০১৪’ পান তিনি।

রোবাইয়া হাসিনার একটি বিশেষ পরিচয় রয়েছে। শিল্পীর বাবা শহীদ বুদ্ধিজীবি এস এম এ রাশিদুল হাসান।

বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট রোকাইয়া হাসিনা। তিনি মনে করেন বর্তমানে অনেক প্রতিভাবান তরুণ শিল্পী রবীন্দ্রনাথের গান করছেন। তবে, রাতারাতি তারকাখ্যাতির লোভ শিল্পীদের ক্ষতি করছে। প্রমোট করার নামেও কিছু চ্যানেল শিল্পীদের ক্ষতি করছে। পাশাপাশি অভিভাবকদেরও দায় আছে বলে মনে করেন রোকাইয়া হাসিনা।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন তাঁর সংগীত ভাবনা সম্পর্কে। শুনিয়েছেন বেশ কটি রবীন্দ্রসংগীত ও সোনালী দিনের গান।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।