বাংলাদেশে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পাস
2022-01-27 18:36:19

ঢাকা, জানুয়ারি ২৭: বাংলাদেশে পাস হলো বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’। বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের প্রস্তাব করা বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।

নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব করেন আইনমন্ত্রী। এর ওপর সংসদ সদস্যরা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন। কয়েকটি সংশোধনী প্রস্তাবও গ্রহণ করা হয়।

এর আগে গত রোববার আইনমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটি নিয়ে সোমবার সংসদীয় কমিটির আলোচনা হয়। সেখানে খসড়া আইনে দুটি পরিবর্তন আনা হয়। যাচাইবাছাই শেষে বিলটি বুধবার জাতীয় সংসদে উপস্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

সাজিদ রাজু