বাংলাদেশের নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করছে ইইউ
2022-01-27 18:31:48

ঢাকা, জানুয়ারি ২৭: বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরবর্তী নির্বাচন কমিশন গঠনসহ এ প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিষয়গুলো ইইউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’অনুষ্ঠানে রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, “নির্বাচন সব সময় আগ্রহের একটা জায়গা। বাংলাদেশ সরকার ও অন্যদের সঙ্গে ইইউর গভীর সম্পর্ক রয়েছে। পরবর্তী নির্বাচন কমিশন গঠনসহ এ প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। সারা বিশ্বে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে এই সংস্থা।”

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে। ড. মোমেনের এমন বক্তব্যকে স্বাগত জানান ইইউর রাষ্ট্রদূত।

অভি/ সাজিদ