উ ইন লিয়াং পিন
2022-01-26 17:51:44

উ ইন লিয়াং পিন ছিল চীনা ভাষার পপসঙ্গীতের জনপ্রিয় একটি দল। কুয়াং লিয়াং এবং পিন কুয়ান ছিলেন দলটির সদস্য। শুরুর দিকে তাঁরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মালয়েশিয়ায় তিনটি অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৫ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে রক রেকর্ডস কোম্পানিতে যোগ দিয়ে ‘উ ইন লিয়াং পিন’ নামে তাইওয়ানের সঙ্গীত জগতে প্রবেশ করেন। কিন্তু ২০০০ সালে সঙ্গীতদলটি ভেঙ্গে যায়। যাই হোক, সঙ্গীতদলটির কথা আমি পরে আপনাদের আরো বলব, তাহলে আজকের ‘তোমার জন্য গান’ আসরের শুরুতে আমি আপনাদের ‘উ ইন লিয়াং পিনে’ প্রকাশিত প্রথম অ্যালবামের শিরোনাম সংগীত ‘তালুর ফাঁপ’ গানটি শোনাব, কেমন?

 

বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা উ ইন লিয়াং পিনের প্রথম অ্যালবাম ‘তালুর ফাঁপ’ থেকে নেওয়া। অ্যালবামটি ১৯৯৫ সালের অগাস্টে প্রকাশিত হয়। এটি দেশের সঙ্গীত তালিকায় ২০ সপ্তাহের জন্য মনোনীত হয়ে ধারাবাহিক ১০ সপ্তাহ চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯৬ সালের অক্টোবরে অ্যালবামটি তাইওয়ানে প্রকাশিত হয়। সেখানেও খুব ভাল করে। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের অ্যালবামের আরেকটি গান শোনাব, গানের নাম “আবার”। 

 

১৯৯৭ সালের মে মাসে সঙ্গীতদলটি এশিয়ায় “উ ইন লিয়াং পিন এক্স-২” অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটি তাইওয়ানের আইএফপিআই তালিকায় বিখ্যাত শিল্পী চৌ হুয়াচিয়ানের পর প্রথম সপ্তাহে তালিকায় প্রবেশ করা শীর্ষ রেকর্ড সৃষ্টি করে এবং সঙ্গীত জগতে তাঁদের অবস্থান নিশ্চিত করে। অ্যালবামের অনেক গান খুবই ভাল লাগে। তাহলে আমি এর দুটো গান একসাথে আপনাদের শোনাই, কেমন? গানের নাম “তুমি কী বদলে গেছো?” এবং “অন্ধ ও উচ্ছৃঙ্খল অনুমান”। 

 

“তোমাকে দেখতে চাই” উ ইন লিয়াং পিন সঙ্গীতদলটির ভেঙ্গে যাবার প্রস্তুতিমূলক অ্যালবাম। অ্যালবামের শিরোনাম সংগীত চীনা ভাষী অঞ্চলে অনেক জনপ্রিয় ছিল। অ্যালবামের আরেকটি গান “একজনের পাশে” খুবই সুন্দর একটি গান। তাহলে এখন অ্যালবামের এই দু’টো গান আমি আপনাদের শোনাই, কেমন? আশা করি, আপনারা আমার মতো গান দু’টো পছন্দ করবেন।  (প্রেমা/আলিম)